‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ আলোচিত ও প্রশংসিত মালয়ালম সিনেমা। ছবিটি তামিল ভাষায় রিমেক হচ্ছে। এতে অভিনয় করছেন তামিল অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ। সাবলীল অভিনয়ে জুড়ি নেই এই দক্ষিণি অভিনেত্রীর। ১০ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। সেদিন এই ছবির তামিল রিমেকের পোস্টারে বিবাহিত নারী হিসেবে দেখা গেল ঐশ্বরিয়াকে। চলুন জেনে আসা যাক, কে এই ঐশ্বরিয়া রাজেশ।