কলেজজীবনে ওয়েট্রেসের কাজ করতেন বলি অভিনেত্রী

১৯৮৫ সালের আজকের এই বলি অভিনেত্রীর জন্ম। ইনস্টাগ্রামে তাঁর একাধিক ছবি পোস্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর বাবা লেখেন, ‘এই বছর জন্মদিনে তোমার সঙ্গে থাকতে পারলাম না। কিন্তু সান্ত্বনা একটাই। এরপর যখন তোমার সঙ্গে দেখা হবে, তখন আমার নাতি বা নাতনি তোমার কোলে থাকবে। অভিভাকত্ব অদ্ভুত এক অনুভূতি। তোমার সন্তান যখন নিজের একটা পৃথিবী গড়বে, তুমি খুশি হবে। আবার সে যখন তোমার কাছে থাকবে না, কষ্ট পাবে। খুব শিগগির আমার কথাগুলোর অর্থ বুঝবে তুমি।’ ৯ জুন জন্ম নেওয়া কে এই অভিনেত্রী, দেখে আসি—
অভিনেত্রী ও মডেলের পাশাপাশি তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও। ক্ল্যাসিক্যাল ড্যান্সে তিনি খুব ছোটবেলা থেকেই প্রশিক্ষণ নেন
ছবি: ইনস্টাগ্রাম
কলেজজীবনে নিজের হাত খরচ চালানোর জন্য ওয়েট্রেসের কাজ করেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
তিনি পারফিউমের প্রতি খুব বেশি আসক্ত। তাঁর প্রিয় ব্র্যান্ডগুলো হলো চ্যানেল, জিন পল গল্টিয়ার এবং ডিওর
ছবির জগতের পরিবারের মেয়ে হয়েও কখনো অভিনেত্রী হতে চাননি তিনি। বরং ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করতেন। ২০০৫ সালে ‘ব্ল্যাক’ ছবিতে পরিচালক সঞ্জয় লীলা বানসালির সহকারী হিসেবে কাজ করেন
পরিচালক সঞ্জয় লীলা বানসালি তাঁকে অভিনেত্রী হতে প্রায় দেড় বছর ধরে বোঝানোর পর ‘সাওয়ারিয়া’ ছবিতে তিনি অভিনয় করতে রাজি হন
‘সাওয়ারিয়া’ ছবির জন্য প্রায় ৩০ কেজি ওজন কমান তিনি
গত মার্চে স্বামী আনন্দের সঙ্গে মিলে বেবি বাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের মা হওয়ার সুখবর জানান বলিউডের এই অভিনেত্রী
একদিকে যেমন ফিটনেস ও ফ্যাশনসচেতন, তেমনি অন্যদিকে তিনি অত্যন্ত খাদ্যরসিকও
সোনম কাপুর রিয়েলিটি শো অপছন্দ করেন
২০১৮ সালে দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর। ছবি: ইনস্টাগ্রাম
শিগগিরই সোনম-আনন্দের পরিবারে আসছে নতুন অতিথি। আপাতত সন্তানকে আলিঙ্গনের অপেক্ষায় হবু মা–বাবা