করোনা, তবুও বলিউডে বিয়ের ধুম

২০২১ সালের বিদায় ঘণ্টা বাজতে চলল। আর মাত্র কয়েকটা দিন বাকি। করোনাকাল, নতুন ছবি, বিয়ে, মাদককাণ্ড—নানা বিষয়ে আলোচিত ছিল বলিউড। বিশেষ করে বছরের শেষ মাসটি আলোচিত ছিল ক্যাটরিনা কাইফ–ভিকি কৌশল এবং অঙ্কিতা লোখান্ডে–ভিকি জৈনের বিয়ে নিয়ে। বছরজুড়ে কারা সাতপাকে বাঁধা পড়লেন, দেখা যাক একঝলকে।

পত্রলেখা ও রাজকুমার রাও এক দশকের বেশি সময় প্রেম করেছেন। অবশেষে চণ্ডীগড়ে চার হাত এক হয় তাঁদের
সংগৃহীত
এ বছরের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। রাজস্থানের সিক্স সেন্সেস দুর্গে বিয়ে হয় তাঁদের
বছরের শুরুর দিকে আলিবাগে বরুণ ধাওয়ান বিয়ে করেন প্রেমিকা নাতাশা দালালকে
পদ্মিনী কোলাপুরির ছেলে প্রিয়াঙ্ক কে শর্মার সঙ্গে করিম মোরানির মেয়ে সাজার বিয়ে হয় ফেব্রুয়ারি মাসে
মুম্বাইয়ের বান্দ্রায় দিয়া মির্জা সাত পাকে বাঁধা পড়েন বৈভব রেখির সঙ্গে। বিয়েতে দিয়া পরেছিলেন র ম্যাঙ্গোর লাল বেনারসি।
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধর বিয়ে করেন ইয়ামির দেশের বাড়ি হিমাচল প্রদেশে
এ বছরের জুন মাসে আনন্দ তিওয়ারি ও অঙ্গিরা ধর বিয়ের পিঁড়িতে বসেন
এভলিন শর্মা ও তুশান ভিন্ডি ছোট পরিসরে নিজেদের বিয়েটা সেরেছেন
সোনম কাপুরের বোন রিয়া কাপুরের বিয়ে হয়েছে করণ বোলানির সঙ্গে
মুম্বাইয়ে সাত পাকে বাঁধা পড়েন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন