২০২১ সালের বিদায় ঘণ্টা বাজতে চলল। আর মাত্র কয়েকটা দিন বাকি। করোনাকাল, নতুন ছবি, বিয়ে, মাদককাণ্ড—নানা বিষয়ে আলোচিত ছিল বলিউড। বিশেষ করে বছরের শেষ মাসটি আলোচিত ছিল ক্যাটরিনা কাইফ–ভিকি কৌশল এবং অঙ্কিতা লোখান্ডে–ভিকি জৈনের বিয়ে নিয়ে। বছরজুড়ে কারা সাতপাকে বাঁধা পড়লেন, দেখা যাক একঝলকে।