করোনা-সংকটে পারিশ্রমিক কমিয়েছেন মাধুরী, কার্তিক, তাপসীরা

মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রাম
মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রাম

করোনা সব হিসাব–নিকাশ ওলট–পালট করে দিয়েছে। তিন মাস ধরে শুটিং বন্ধ। তালা ঝুলছে বড়–ছোট সব সিনেমা হলে। মুক্তি পাচ্ছে না কোনো ছবি। তাই সব মিলিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে বলিউড সাম্রাজ্য। জানা গেছে, বলিউডে এই আর্থিক ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে তিন থেকে চার হাজার কোটি রুপি। তাই নির্মাতাদের ভরাডুবির হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছেন বিটাউনের কিছু তারকা। তাঁরা তাঁদের পারিশ্রমিক কাটার সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

মাধুরী দীক্ষিত। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের প্রথম সারির কিছু তারকা নির্মাতাদের দিকে সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত। এ প্রসঙ্গে বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত বলেছেন, ‘আমাদের উচিত প্রযোজকদের পাশে দাঁড়ানোর। আমরা সবাই চাই যেন ঠিকঠাকভাবে কাজ শুরু হয়। তাই আমাদের পারিশ্রমিক কম করা উচিত। অভিনেতারা যদি চান ইন্ডাস্ট্রি আবার আগের মতো চলুক, তাহলে আমাদেরও পারিশ্রমিক কমিয়ে এগিয়ে আসতে হবে। তাই আমি আমার প্রযোজকের পাশে দাঁড়াব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

এ প্রজন্মের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান মাধুরীর দেখানো পথেই হেঁটেছেন। তিনিও অভিনেতাদের পারিশ্রমিক কাটছাঁট করার পক্ষে। এ ব্যাপারে কার্তিক বলেছেন, ‘আমি চাই না কেউ কাজ হারাক। এর একটা সমাধান হওয়া উচিত। আর প্রযোজকেরাও যেন ক্ষতির হাত থেকে রক্ষা পান। নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীদের একসঙ্গে আনার জন্য এবং আবার কাজ শুরু করার জন্য আমি সব রকমভাবে প্রস্তুত।’

তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রাম

এদিকে আরেক ‘তরুণ’ বলিউড নায়িকাও প্রযোজকদের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাপসী পান্নু। ‘ষান্ড কি আঁখ’, ‘থাপ্পড়’খ্যাত এই তারকা এ প্রসঙ্গে বলেন, ‘এখন কোনো শুটিং হচ্ছে না বলে আমরা বেতন পাচ্ছি না। কাজ যখন শুরু করা জরুরি, তখন যদি পারিশ্রমিক কাটা হয় তো আমি রাজি আছি।’