করোনায় খেয়ে খেয়ে মোটা হচ্ছেন টাইগার

টাইগার শ্রফ: ছবি: ইনস্টাগ্রাম
টাইগার শ্রফ: ছবি: ইনস্টাগ্রাম

করোনাভাইরাসের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বলিউড তারকা টাইগার শ্রফ। গৃহ রুদ্ধ হওয়ার একটা ইতিবাচক দিক তিনি ঠিকই খুঁজে বের করেছেন। সেটা কী? সেটা হচ্ছে খাবার। প্রচুর খাচ্ছেন তিনি। খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছেন। আশা করা যায় করোনা–উত্তর সময়ের গল্প নিয়ে কোনো সিনেমায় সত্যিকারের একটা চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি পেয়েই যাবেন।

টাইগার কী মনে করেন? টাইগার জানালেন মা-বাবা ও বোনের সঙ্গে দারুণ সময় কাটছে তাঁর। ব্যস্ততার দিনগুলোতে পরিবারের সঙ্গে এ রকম মায়াবী সময় কাটানোর সুযোগ একেবারেই হয়নি। এটা তাঁর জন্য রীতিমতো এক আশীর্বাদ! তিনি বলেন, ‘এই দুর্ভাগ্যজনক একটা সময় আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তবে আমি এ সুযোগটি পেয়ে পুরোপুরি খুশি নই, বলতে হবে আধাআধি খুশি।’

সর্বশেষ ৬ মার্চ মুক্তি পেয়েছে তাঁর ‘বাঘি থ্রি’

‘বাঘি’ ছবির নৃত্য পটু এই তারকা তাঁর পেশিবহুল গড়নের জন্য বলিউডপ্রেমীদের কাছে প্রিয়। ফলে শরীর ধরে রাখতে কেবল খাচ্ছেন সেটা বলা ঠিক হবে না। নিয়মিত ব্যায়ামও করছেন তিনি। তিনি বলেন, ‘বাড়িতে তো জিম নেই, আছে কেবল একটা ট্রেডমিল। সেটা দিয়েই কাজ চালাতে হচ্ছে।’ এই সময়টাতে নিজের খাদ্যাভ্যাস নিয়ে টাইগার বলেন, ‘আমি যে আগের মতো মেদহীন আছি সেটা ভাবা ভুল হবে। এখন ঘরে বসে খাচ্ছি আর মোটা হচ্ছি।’

টাইগার শ্রফ: ছবি: ইনস্টাগ্রাম

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয় টাইগারের। পরে ২০১৬ সালে ‘বাঘি’ ছবিটি করে তিনি মানুষের হৃদয় কেড়ে নেন। একই বছর মুক্তি পায় তাঁর ‘আ ফ্লাইং জেট’ ছবিটি। ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’, ২০১৮ সালে ‘বাঘি টু’, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ও ‘ওয়ার’ ছবিতে কাজ করেছেন তিনি। সর্বশেষ ৬ মার্চ মুক্তি পেয়েছে তাঁর ‘বাঘি থ্রি’। এটি ২০২০ সালের সবচেয়ে বৃহৎ পরিসরে মুক্তি পাওয়া ছবি, যা মুক্তির দিনেই আয় করে ১৭ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিনে এর আয় পৌঁছায় ৩৩ কোটিতে। ইতিমধ্যে ১৩৫ কোটি রুপির ব্যবসা করেছে। করোনাভাইরাসের ছোবলও দুর্ধর্ষ ‘বাঘি’র যাত্রায় তেমন ক্ষতি করতে পারেনি।
সূত্র: ডেকান ক্রনিকেল।