হিন্দি ছায়াছবির দুনিয়ায় এটা নতুন ঘটনা নয়। এর আগেও নানান ধর্মীয় বা রাজনৈতিক দলের কারণে রাতারাতি বদলাতে হয়েছে ছবির নাম। বিশেষত ঐতিহাসিক ছবির ক্ষেত্রে এই নাম বদলাবদলির খেলা বেশি দেখা যায়। এবার এই তালিকায় যুক্ত হলো বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘পৃথ্বীরাজ’।
‘পৃথ্বীরাজ’ ছবিটি মুক্তির আগে থেকেই নানান বিতর্কে জড়িয়ে পড়েছে। করনি সেনারা যশরাজ ফিল্মসের কাছে এই ছবির নাম বদলের দাবি তুলেছিলেন। তাঁদের দাবি ছিল যে ছবির নাম ‘পৃথ্বীরাজ’-এর বদলে ‘সম্রাট পৃথ্বীরাজ’ রাখতে হবে। এটা নিয়ে বেশ কিছুদিন ধরে চাপা উত্তেজনা ছিল। অবশেষে করনি সেনাদের রোষের কাছে নাকি হার মানতে হয়েছে যশরাজ ফিল্মসের মতো এত বড় ব্যানারকে।
জানা গেছে, যশরাজ ফিল্মস এই ছবির নাম বদলাতে রাজি হয়েছে। এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শ্রী রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার যুবনেতা শ্রী সুরজিত সিং রাঠোরকে এক চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে উল্লেখ আছে যে যশরাজ ফিল্মস স্টুডিও ছবিটির নাম বদলে ‘সম্রাট পৃথ্বীরাজ’ করতে চলেছে। চিঠির বক্তব্য এ রকম—‘আমরা প্রশংসা করছি যে ছবির নাম নিয়ে আপনাদের অভিযোগের কারণ আপনারা পরিষ্কার করে আমাদের কাছে তুলে ধরেছেন এবং আশ্বস্ত করতে চাই, আমরা চাইনি কারও ভাবাবেগে আঘাত করতে বা প্রয়াত সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে কোনোভাবে অবমাননা করতে। বরং আমরা চাই ইতিহাসে ওনার যে বিজয়, যে সাফল্যের গাথা রয়েছে, তাকে উদযাপন করতে আমাদের ছবির মাধ্যমে।
আমাদের মধ্যকার একাধিক কথোপকথনের পর আমরা ছবির নাম “সম্রাট পৃথ্বীরাজ” রাখা স্থির করলাম। আমাদের আশা, এরপর আর এই ছবি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। কারণ, আপনাদের সঙ্গে হওয়া আলোচনায় আমরা সবটাই মিটিয়ে নিয়েছি।’ চিঠিতে যশরাজ ফিল্মসের পক্ষে করণি সেনাকে ধন্যবাদ জানানো হয় এই বলে যে তাঁরা এই ছবি বানানোর পেছনের মহৎ উদ্দেশ্য বুঝতে পেরেছেন। সঙ্গে লেখা হয়, ছবি মুক্তিতে করনিদের পাশে পাওয়ার জন্য সিনেমার টিম ‘কৃতজ্ঞ’। কিন্তু অবাক করার বিষয় এই যে চিঠি পাঠানোর পরও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
অক্ষয় কুমারকে ‘পৃথ্বীরাজ’ ছবিতে নামভূমিকায় দেখা যাবে। তাঁর সঙ্গে জুটি বেঁধে বিটাউনে পা রাখতে চলেছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। এ ছাড়া এই ছবিতে আছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রাণাসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৩ জুন।
করনি সেনা রাজস্থানের সাম্প্রদায়িক সংগঠন। ভারতের বিভিন্ন সাম্প্রদায়িক বিষয়ে নিজেদের মতামত রাখে এই সংগঠন।