ওজন বাড়ায় বিগবস জয়ী রুবেনাকে ট্রল, কড়া জবাব অভিনেত্রীর

রুবেনা দিলেক
ইনস্টাগ্রাম থেকে

কালার্স চ্যানেলের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’-এ সবার পছন্দের ছিলেন টেলিভিশন অভিনেত্রী রুবেনা দিলেক। বিগ বস জয়ের পর রাতারাতি তাঁর অনুরাগীর সংখ্যা বেড়ে যায়। স্টাইল স্টেটমেন্ট আর ফ্যাশনের জন্যও নেট জনতার ‘নয়নের মণি’ হয়ে ওঠেন রুবেনা। অথচ সেই মানুষটাকেই কয়েক মাস ধরে নেট দুনিয়ায় রীতিমতো হেনস্তা হতে হচ্ছে।
করোনা হওয়ার পর রুবেনার ওজন বেড়ে যায়। আর এ কারণে তাঁকে এখন বডি শেমিংয়ের শিকার হতে হচ্ছে। কিছু ট্রল (অনলাইনে উত্ত্যক্তকারী) রুবেনাকে বিদ্বেষবার্তা পাঠাচ্ছে।

রুবেনা দিলেক

এসব নিয়ে রীতিমতো বিরক্ত তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রুবেনা এক পোস্টের মাধ্যমে এসব উত্ত্যক্তকারীকে একহাত নিয়েছেন।

রুবেনা দিলেক

তাঁদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘প্রিয় শুভান্যুধায়ীরা, আমি দেখতে পাচ্ছি যে আমার বেড়ে যাওয়া ওজন আপনাদের চিন্তান্বিত করছে। ক্রমাগত আপনারা আমাকে বিদ্বেষ ভরা মেসেজ আর মেইল পাঠাচ্ছেন। আমি যেহেতু কোনো পিআর (জনসংযোগ কর্মকর্তা) নিযুক্ত করিনি বা পাপারাজ্জিদের আমি কোনো টিপস দিই না, তাই আমার প্রতিভা আপনাদের নজরে পড়ে না। আমি মোটা হয়ে গেছি, ভালো পোশাক পরি না আর বড় প্রকল্প পাওয়ার জন্য আমি নাকি কোনো পরিশ্রম করছি না, এসব কারণে আপনারা ফ্যানডম ছাড়ার হুমকি দিচ্ছেন।’

রুবেনা দিলেক

রুবেনা আরও লিখেছেন, ‘যা–ই হোক, সত্যি বলতে আমি খুবই হতাশ। আপনাদের কাছে আমার প্রতিভা, কাজের প্রতি একাগ্রতার চেয়ে শারীরিক উপস্থিতি বেশি গুরুত্ব পায়। এটা আমার জীবন। আর এই জীবনে অনেক অধ্যায় আছে। আর আপনারাও আমার জীবনের অংশ। আমি আমার অনুরাগীদের অত্যন্ত সম্মান করি। তাই নিজেকে আমার অনুরাগী বলবেন না প্লিজ।’

কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর রুবেনার ওজন সাত কিলোগ্রামের মতো বেড়ে গিয়েছিল। আর এর পরপরই তিনি নেট দুনিয়ায় তাঁর ওজন বাড়ার কারণ আর মানসিক স্থিতির কথা জানিয়ে কিছু ছবি আর একটা নোট পোস্ট করেছিলেন।

রুবেনা দিলেক

এই পোস্টে রুবেনা লিখেছিলেন, ‘আমি নিজেকে ভালোবাসতে শিখছি। এই ভেবে যে আমার তন্বী শরীরই শুধুমাত্র আমাকে ব্যাখ্যা করে না। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর আমার সাত কিলোগ্রাম ওজন বেড়ে গেছে। যার জন্য আমার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। আর আমি অস্বস্তি বোধ করছিলাম। ৫০ কিলোগ্রাম পর্যন্ত আসতে অনেক কঠিন পরিশ্রম করেছিলাম। এ ছবিগুলো আমার প্রিয় মানুষগুলোর জন্য। ওজনের অর্থ সবার আগে নিজের স্বাস্থ্য, না নিজের লুক। নিজের শরীরের প্রতি যত্নবান হোন।’

রুবেনা দিলেক

রুবেনা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। স্বামী অভিনব শুক্লার সঙ্গে বিগ বস হাউসে এসেছিলেন এই টেলি তারকা। শিগগিরই বড় পর্দায় তাঁর অভিষেক হতে চলেছে। অরধ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন রুবেনা। এ ছবিতে আছেন টেলিভিশন তারকা হিতেন তেজওয়ানি, আর রজপাল যাদব।

রুবেনা দিলেক