জনপ্রিয় কমেডি শো ‘কপিল শর্মা শো’র ভারতী সিং নাকি ১৫ কেজি ওজন কমিয়েছেন! অবিশ্বাস্য বটে, তবে ঘটনা সত্য। তারকাদের বেলায় এ নতুন কিছু নয়। ছবির জন্য কিংবা বলিউডে ঢুকতে অনেক তারকাই নিজের ওজন কমিয়েছেন। তাঁদের নিয়ে থাকল আজকের আয়োজন।
বিনোদন ডেস্ক
জানেন, কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ার সময় সারা আলী খানের ওজন ছিল ৯৬ কেজি। জিমে গিয়ে নিয়মিত শরীরচর্চা করেই অতিরিক্ত ওজন কমিয়েছিলেন।
বিজ্ঞাপন
স্কুলে পড়ার সময় সোনাক্ষীর ওজন ছিল ৯৫ কেজি। ২০১০ সালে চলচ্চিত্রে অভিষেকের সময় ৩০ কেজি ওজন কমান তিনি।
বিজ্ঞাপন
শৈশবে অর্জুন কাপুরের ওজন ছিল ১৪০ কেজি। কঠিন পরিশ্রম করে তিনি এখনকার আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যের অধিকারী হয়েছেন।অভিনেত্রী ভূমি পেড়নেকর অভিষেক ছবির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন। ছবির শুটিং শেষে মাত্র চার মাসে ৩৩ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। এই সময়ে ভূমি নিয়মিত শরীরচর্চা করেছেন। বাইরের খাবার ছুঁয়েও দেখেননি, খেয়েছেন ঘরের খাবার।ওজন কমানোর জন্য কমেডিয়ান ভারতী সিংয়ের কোনো ডায়েট চার্ট ছিল না। কেবল বিরতিহীন উপবাস করেই ৯১ থেকে ৭৬ কেজিতে এসেছেন তিনি