বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের চোখ দেখে প্রেমে পড়েছেন—এমন ভক্ত অনেক পাওয়া যাবে। চোখ জোড়া তিনি দান করে যাবেন। মৃত্যুর পরে তাঁর চোখ দিয়ে দেখবেন অন্য কেউ। বলিউডের এমন অনেক তারকাই আছেন, যাঁরা তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ মানবকল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে নিই তাঁদের কথা।