বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের চোখ দেখে প্রেমে পড়েছেন—এমন ভক্ত অনেক পাওয়া যাবে। চোখ জোড়া তিনি দান করে যাবেন। মৃত্যুর পরে তাঁর চোখ দিয়ে দেখবেন অন্য কেউ। বলিউডের এমন অনেক তারকাই আছেন, যাঁরা তাঁদের অঙ্গ-প্রত্যঙ্গ মানবকল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে নিই তাঁদের কথা।
ভারতের আই ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মৃত্যুর পরে তাঁর সুন্দর চোখ চলে যাবে তাদের কাছে।চিকিৎসক পরিবার থেকে বলিউডে কাজ করতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাই নিজের পুরো শরীরকেই চিকিৎসাবিদ্যার জন্য দান করে যাবেন।বলিউড ভাইজান সালমান খান শুধু তাঁর অস্থিমজ্জাই দান করেননি, বরং অন্যদেরও অঙ্গপ্রত্যঙ্গ দান করতে উৎসাহিত করেন।মৃত্যুর পরে রানী মুখার্জির চোখ দিয়ে যেন কোনো অন্ধজনে আলো পায়—এমনই চাওয়া এ বলিউড অভিনেত্রীর।মৃত্যুর পরে আমির খানের প্রত্যেক অঙ্গই দান করা হবে। এমনটাই সিদ্ধান্ত মি. পারফেকশনিস্টের। এ মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে আছেন তরুণ অভিনেত্রী আলিয়া ভাট। ভারতীয় গণমাধ্যম বলছে, তিনিও তাঁর অঙ্গপ্রত্যঙ্গ দান করেছেন মৃত্যুর পরে কাজে লাগানোর জন্য।চোখ, হৃদ্যন্ত্র, ফুসফুস, কিডনি, লিভার, অগ্ন্যাশয়, হাড়গোড় ইত্যাদি দান করার সিদ্ধান্ত নিয়েছেন আর মাধবন।বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন পুত্রবধূকে অনুসরণ করেছেন। তিনিও দান করবেন তাঁর চোখ।সোনাক্ষী সিনহা একটি বেসরকারি সংস্থাকে তাঁর চোখ দান করে যাবেন।প্রেমিকা যে পথে, প্রেমিকও সে পথে। আলিয়া ভাট তাঁর অঙ্গ দান করেছেন, রণবীর কেন বাকি থাকবেন। কাপুর পরিবারের এ নায়কও তাঁর অঙ্গপ্রত্যঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছেন।