অবশেষে বচ্চন পরিবারে কিছুটা স্বস্তির নিশ্বাস। করোনা রীতিমতো গ্রাস করেছিল ‘বলিউডের শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের পরিবারকে। এই পরিবারের চার সদস্য একসঙ্গে করোনায় আক্রান্ত হন। ১১ জুলাই বিগ বি ও অভিষেক করোনায় সংক্রমিত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যর শরীরেও করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। কিন্তু তাঁরা বাসাতেই কোয়ারেন্টিন ছিলেন। কিছুদিন পর ঐশ্বরিয়া ও আরাধ্যর স্বাস্থ্যের অবনতি হলে তাঁদেরও নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর যে ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। আর মা-কন্যাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে অভিষেক বচ্চন টুইট করে ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন। জুনিয়র বচ্চন টুইটে বলেছেন, ‘আপনাদের সবার প্রার্থনা ও শুভকামনা সব সময় আমাদের সঙ্গে থাকবে। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ওদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওরা এখন বাড়িতেই থাকবে। আমি আর বাবা হাসপাতালে আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকব।’
বচ্চন পরিবারের দুই সদস্য ঐশ্বরিয়া ও আরাধ্য নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ বাসায় ফিরে গেছেন। তবে বিগ বি ও জুনিয়র বচ্চনের করোনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। অভিষেকের টুইটে জানা গেছে, তাঁদের ঠিকানা এখনো নানাবতী হাসপাতাল। কবে তাঁরা কবে ছাড়া পাবেন এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে এত দিন বচ্চন পরিবারের তিনটি বাংলো ‘করোনায় আক্রান্ত’ হিসেবে বিএমসি থেকে সিল করে দেওয়া ছিল। বিগ বির এই তিন বাংলোর সিল খুলে দেওয়া হয়েছে।
এদিকে অমিতাভ বচ্চন জানিয়েছেন, ঐশ্বরিয়া ও আরাধ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় তিনি আবেগে কেঁদেছেন। তাই দেখে আরাধ্য তার দাদুকে কাঁদতে নিষেধ করেছে। আর বলেছে যে তার দাদুও নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। অমিতাভ বচ্চন টুইটে সে কথা জানিয়ে লিখেছেন, ‘আমি আরাধ্যর কথায় বিশ্বাস রাখছি। নিশ্চয়ই ভালো হয়ে যাব।’