এবার অমিক্রণের কবলে

নতুন বছর উপলক্ষে শহীদ কাপুর আর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘জার্সি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল
সংগৃহীত

নতুন বছর উপলক্ষে শহীদ কাপুর আর ম্রুণাল ঠাকুর অভিনীত ‘জার্সি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি এখন মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
আগামী ৩১ ডিসেম্বর গৌতম তিন্নানুরি পরিচালিত ‘জার্সি’ ছবিটি মুক্তির দিন ঠিক করা হয়েছিল। ছবিটি তেলেগু সুপার হিট ছবি ‘জার্সি’-র হিন্দি রিমেক। তাই শুরু থেকেই শহীদের এই ছবিকে ঘিরে উত্তেজনা আকাশছোঁয়া। কিন্তু সারা ভারতে করোনার নতুন ধরন অমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে নির্মাতারা আগামী শুক্রবার ‘জার্সি’ রিলিজ করছেন না।

পরে ছবিটি কবে মুক্তি পাবে, তা এখনো কিছু জানাননি তাঁরা। এই ছবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক পরিস্থিতি আর কোভিড-১৯-এর নতুন নিয়মাবলি মাথায় রেখে “জার্সি” ছবির প্রেক্ষাগৃহে রিলিজ স্থগিত রাখা হচ্ছে। সবার ভালোবাসা আর শুভকামনার জন্য ধন্যবাদ। আপনারা সবাই সুরক্ষিত থাকুন আর নতুন বছরের জন্য শুভকামনা। টিম জার্সি।’

সারা দেশে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। আর সাম্প্রতিক পরিস্থিতি দেখে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার রাজধানীতে মাল্টিপ্লেক্স, প্রেক্ষাগৃহ ও জিম পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিকে মহারাষ্ট্রে ৫০ শতাংশ আসন ভিত্তিতে প্রেক্ষাগৃহ খুলেছে। প্রতিদিন কোভিড-১৯-এর সংখ্যা বেড়েই চলেছে। দেশজুড়ে আবার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউ ভারতের বুকে আছড়ে পড়তে পারে। অনেক শহরে ইতিমধ্যে নাইট কারফিউ জারি করা হয়েছে। আর তাই ‘জার্সি’ ছবির নির্মাতারা কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তাই অনিশ্চিতকালের জন্য ছবিটি মুক্তির স্থগিত রেখেছেন তাঁরা। তবে ছবিটি সোজাসুজি ওটিটিতে মুক্তি পাবে কি না, তা সম্পর্কে নির্মাতারা এখনো কিছু জানাননি।

ম্রুণাল ঠাকুর অভিনীত ‘জার্সি’ ছবিটি এখন মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা

প্রসঙ্গত, একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারকে নিয়ে ‘জার্সি’ ছবিটি। ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই সেই ক্রিকেটার ফের একবার ব্যাট হাতে তুলে নেবে। কারণ, ছেলের ইচ্ছা বাবা তাকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। এই ছবিতে শহীদ কাপুরের বাবা পঙ্কজ কাপুরও অভিনয় করেছেন।