প্রতি ছবিতে ৮০ থেকে ১২০ কোটি রুপি পারিশ্রমিক নেন প্রভাস। দক্ষিণ ভারতীয় এই অভিনেতা এত টাকা দিয়ে করেনটা কী? এমন প্রশ্ন মনে জাগতে পারে। অবশ্য তাঁর খরচের খাতও অনেক। আজ এই অভিনেতার জন্মদিন। জীবনের ৪২টি বসন্ত পার করলেন তিনি। জন্মদিনে জানা যাক প্রভাসের খরচের খাত।
বিনোদনের সর্বশেষ খবর পড়তে ভিজিট করুন।