শুধু হিন্দি নয়, সমানভাবে তামিল, তেলেগু, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন অভিনেত্রী অদা শর্মা। দেখতে দেখতে তিনি ১৪ বছর কাটিয়ে দিলেন ভারতের সিনেমা দুনিয়ায়। অভিনেত্রী হিসেবে অতটা পরিচিতি না পেলেও নেট দুনিয়ায় দারুণ জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী। বিশেষ করে তাঁর অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্ট সবার নজর কাড়ে। ইনস্টাগ্রামে অদার উদ্ভট ভিডিও আর নানা পোস্ট নেট–জনতা উপভোগ করে। নিজের যা মন চায়, তা–ই করাতে বিশ্বাসী তিনি।
অদা যে স্রোতের বিপরীতে হাঁটতে ভালোবাসেন, তা তাঁর ইনস্টাগ্রাম খাতা খুললেই ধরা পড়বে।
এত আত্মবিশ্বাস তিনি কোথা থেকে পান, জবাবে অদা এক সাক্ষাৎকারে বলেন, ‘এই সবকিছুর পেছনে আছেন দর্শক আর আমার ভক্তরা। আমি সেই ভাগ্যবানদের একজন, যে আজ পর্যন্ত ট্রল হইনি।
আর সোশ্যাল মিডিয়ায় এত অদ্ভুত পোস্ট করার পরও। বরং মানুষের ভালোবাসা পেয়েছি। আমার ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবার প্রশংসা কুড়িয়েছি। আমি সত্যি এ ব্যাপারে ভাগ্যবতী। ফ্যাশনের মূলমন্ত্র হলো তুমি যা, তা-ই থাকো। আর তুমি যদি অন্য কাউকে অনুকরণ করতে যাও, তাহলেই ট্রল হবে। তাই আমি সব সময় নতুন কিছু করতে আরও বেশি করে উদ্বুদ্ধ হই। সিনেমার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তা নেই। এখানে কোনো কিছুর অন্ত নেই। এটা এমনই এক দুনিয়া, যেটি ১০০ শতাংশ নিখাদ।’
ট্রলিং সম্পর্কে অদা বলেছেন, ‘একজন মানুষ তখনই ট্রল হন, যখন তিনি অন্য বিষয়ে মন্তব্য করেন। আমার মনে হয়, মানুষের অন্যের ব্যাপারে কথা বলা বন্ধ করে নিজে যা করতে চায়, সেই ব্যাপারে কথা বলা উচিত। জীবন খুবই ছোট। তাই আমাদের তা–ই করা উচিত, যা আমাদের আনন্দ দেয়। যাঁরা অন্যের ব্যাপারে কথা বলেন, তাঁদের আমার সংবেদনহীন মানুষ বলে মনে হয়।’