শাহরুখপুত্র আরিয়ান খানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দপ্তরে ডেকে পাঠিয়েছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। কিন্তু এই তারকাপুত্র গতকাল রোববার এনসিবির দপ্তরে যাননি।
মাদককাণ্ডে অভিযুক্ত আরিয়ানকে কিছুদিন আগে জামিনে মুক্তি দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আরিয়ানের মাদক মামলা তদন্তের দায়িত্ব এসআইটিকে দিয়েছে এনসিবি। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন এনসিবির উপপরিচালক সঞ্জয় সিং। আরিয়ানসহ আরও ছয়টি মাদক মামলার তদন্তের জন্য তিনি দিল্লি থেকে মুম্বাই এসেছেন। গত শনিবার এসআইটি আরিয়ানকে সমন পাঠিয়ে রোববার এনসিবির দপ্তরে হাজির থাকতে বলেছিল।
এই তারকাপুত্রকে মাদক মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এসআইটি ডেকে পাঠিয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এনসিবির দপ্তরে যেতে পারেননি আরিয়ান। সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আরিয়ানের হালকা জ্বর হয়েছে। আর তাই সমন পাওয়ার পরও তিনি এনসিবির দপ্তরে হাজির থাকতে পারেননি।
জানা গেছে, সোমবারের পর আরিয়ানকে এসআইটির মুখোমুখি হতে হবে। জামিনের শর্ত অনুযায়ী গত শুক্রবার আরিয়ানকে এনসিবির দপ্তরে হাজিরা দিতে হয়েছিল। এ মামলার অন্যতম মূল অভিযুক্ত আরবাজ মার্চেন্টকেও তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাবে বলে জানা গেছে।
এসআইটি মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাতা সমীর খানের বয়ান নিতে পারে বলে জানা গেছে। মাদক মামলায় সমীর খানকে এ বছর জানুয়ারিতে গ্রেপ্তার করেছিল এনসিবি। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়েছেন। এসআইটি ছয়টি মামলার সঙ্গে যুক্ত সবার বয়ান নেওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে।