রেগে গেছেন ভারতের কবি জাভেদ আখতার। সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে টুইট করেছেন তিনি। লিখেছেন, ‘ইমরান খান নো বল ছুড়েছেন।’ সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে ইমরান খানের এক বক্তব্যের প্রতিবাদ করেছেন জাভেদ আখতার।
ভারতের জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের পুলিশ সদস্যদের মৃত্যুতে ভারতের সব মহলে থমথমে পরিবেশ বিরাজ করছে। এ পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত সরকার। ইতিমধ্যে পাকিস্তানের আমদানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক বক্তব্যে ফুঁসে উঠেছে ভারত।
পুলওয়ামা হামলায় প্রতিক্রিয়া জানিয়ে ইমরান বলেন, ‘এবার ভারত হামলা করলে পাকিস্তানও চুপ করে থাকবে না।’ এ প্রসঙ্গে জাভেদ আখতার টুইটারে লিখেছেন, ‘ইমরান নো বল ছুড়েছেন। মুম্বাইতে জঙ্গি হামলার পর একজন পাকিস্তানি উপস্থাপক এক অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করেছেন, “এই হামলার পেছনে যে পাকিস্তানের হাত আছে, সে বিষয়ে আমরা কী নিশ্চিত? এই হামলা তো যে কোনো দেশ করতে পারে।” জবাবে তাঁকে বলেছি, আমি তিনটি দেশের নাম বলি—ব্রাজিল, সুইডেন ও পাকিস্তান। বলুন কে হামলা করতে পারে?’
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। সেদিন বেলা সোয়া তিনটা নাগাদ রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরিপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে এ হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এক ভিডিও বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। এরপর জাভেদ আখতার ও তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি তাঁদের করাচি সফর বাতিল করেন। ইকোনোমিক টাইমস