‘রমন রাঘব ২.০’ ছবির দৃশ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকী
‘রমন রাঘব ২.০’ ছবির দৃশ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকী

ইন্দো-আমেরিকান ছবিতে নওয়াজউদ্দিন

গত মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। এবারের উৎসবের ভারতীয় প্রতিনিধিদলের অন্যতম সদস্য তিনি। উৎসবে এবার ভারতকে ‘কান্ট্রি অব অনার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর সেখান থেকেই জানা গেল তাঁর নতুন ছবির নাম। এবার লক্ষ্মণ লোপেজ নামের একটি ইন্দো–আমেরিকান ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। ক্রিসমাসের থিমের ওপর ভিত্তি করে নির্মিত হবে ছবিটি।
ছবিটি পরিচালনা করবেন মেক্সিকান পরিচালক রবার্তো জিরাল্ট।   এর আগে ২০১৭ সালে ‘লা লেয়েন্ডা দেল ডায়মান্তে’, ২০১৫ সালে ‘লস আরবোলস মুয়েরেন দে পাই’ এর মতো জনপ্রিয় ছবিগুলো পরিচালনা করেছেন তিনি । জানা গেছে, চলতি বছরের শেষের দিকে আমেরিকায় এ ছবির শুটিং শুরু হবে। ছবিতে নওয়াজউদ্দিনের সঙ্গে আর কাদের দেখা যাবে, তা এখনো জানায় যায়নি।

নওয়াজুদ্দিন সিদ্দিকী

ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী ভ্যারাইটিকে বলেছেন, একাধিক কারণে গল্পটি তাঁর মনে ধরেছে। প্রথমত ক্রিসমাস মুভিতে কাজ করার সুযোগ নতুন অভিজ্ঞতা। তারপর পরিচালক রবার্তো জিরাল্ট ক্যামেরার ওপর যেভাবে তাঁর ক্ষমতা এবং দক্ষতাকে বারবার প্রমাণ করেছেন সেই বিষয়টাই তাঁকে ভীষণ টানে। জিরাল্ট জানেন কোনো অভিনেতার মধ্য থেকে কীভাবে তাঁর সঠিক প্রতিভাটি বের করে আনতে হয়। একজন অভিনেতার জন্য এটা একটা চ্যালেঞ্জ যেটার জন্য আমি প্রায়ই আশা করি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ছবিটির নাম লক্ষ্মণ লোপেজ আমাকে কৌতূহলী করে তুলেছিল।

এই নতুন প্রজেক্ট নিয়ে পরিচালক জিরাল্ট বলেন, প্রথম যখন স্ক্রিপ্টটি পড়ি তখন থেকেই আমি নিখুঁত একজন লক্ষ্মণ লোপেজের খোঁজ শুরু করি। তখন আমার নওয়াজউদ্দিনের কথা মনে পড়ে। আমি তাঁর কয়েকটি কাজ দেখেছি। আর আমি বিশ্বাস করি এই ভূমিকায় তাঁর নতুন প্রতিভা উঠে আসবে।

নওয়াজুদ্দিন সিদ্দিকী

বলিউড অভিনেতা হিসেবে বিশেষ জনপ্রিয়তা রয়েছে নওয়াজের। সব ধরনের চরিত্রে অভিনয় করার ক্ষমতা রয়েছে তাঁর। তিনি সম্প্রতি ‘হিরোপন্তি ২’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়।