অন্তর্জালের দুনিয়ায় ভক্তদের প্রশ্নের সাপেক্ষে ঘরে থেকে কিয়ারার খোলা চিঠি:
আমি সব সময়ই খানিকটা ঘরকুনো। যেখানেই থাকি, ঘরে ফেরার জন্য কাতর থাকি। বোধ হয় ঘরের খাবারের জন্য। আগে মাঝেমধ্যে আমি কেক বানাতাম। আর গাজরের হালুয়া। এখন আপনি একটা ভারতীয় খাবারের নাম বলতে পারবেন না, যেটা আমি রান্না করতে পারি না। আমি এ জন্য সত্যিই খুব খুশি আর গর্বিত। তাই আমার নিজেকে মোটেই মুরগি মনে হচ্ছে না, যাকে জোর করে খাঁচায় আটকে রাখা হয়েছে। আমি বাইরে যাওয়ার জন্য মোটেই পাগল হয়ে নেই। সম্প্রতি আমি আমার স্কুলের শিক্ষকদের সঙ্গে যুক্ত হয়েছি। এ যেন গাড়িতে করে নিজের ফেলে আসা দিনগুলোতে ফিরে যাওয়া। অনেকের মতো আমিও শুরুতে এই দিনগুলো নিয়ে খুব চিন্তিত ছিলাম। অনেকে দুশ্চিন্তায় রাতের পর রাত ঘুমাতে পারেনি। চারপাশে নেতিবাচকতার ছড়াছড়ি। এর ভেতরেও আমাদের বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। সবাই ঘরে থেকে, নিরাপদ দূরত্বে থেকে শক্ত মনোবল নিয়ে যুদ্ধ করতে হবে। আমি বেশ আছি। নিজের পছন্দমতো অনলাইন কোর্স করছি। নিজেকে সময় নিয়ে বোঝার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আগে তো কাজে, চরিত্র নিয়ে এত ব্যস্ত থাকতাম, যে নিজেকেই ভুলে থাকতে হতো। ছবি হিট করল, সেই সফলতা উপভোগ করারও ফুরসত মেলেনি। এখন না হয় ঘরে বসে প্রার্থনা আর শুকরিয়া করে নিজের জীবন যতটা এগোল, তাই উদ্যাপন করি। আর দোয়া করি, আপনাদের সমস্ত প্রার্থনার যেন উত্তর মেলে।
ইতি
আপনাদের কিয়ারা