২০০৫ সালে ইরফান খানকে নায়ক করে ছবিটি বানান আদিত্য ভট্টাচার্য
২০০৫ সালে ইরফান খানকে নায়ক করে ছবিটি বানান আদিত্য ভট্টাচার্য

আসছে ইরফানের অদেখা ছবি

ইরফান খানের মুক্তি পাওয়া শেষ ছবি কী? ‘আংরেজি মিডিয়াম’। এই তো উত্তর হওয়া উচিত। তাহলে ‘দুবাই রিটার্ন’ কী।
২০০৫ সালে ইরফান খানকে নায়ক করে ছবিটি বানান আদিত্য ভট্টাচার্য। কোনো এক অজানা কারণে সেই সময় ছবিটি আর মুক্তি দেওয়া হয়নি। কেবল ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল।

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল

বিনয় চৌধুরীর লেখা কমেডি ঘরানার এই ছবিতে ইরফানের চরিত্রটির নাম আফতাব আংরেজ, একজন ছিঁচকে মাস্তান। টাইমস অব ইন্ডিয়া বলছে, ছবিটি এবার বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। উৎসবটি হবে অনলাইনে।

দুবাই রিটার্ন ছবিতে ইরফান খান

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালের যাত্রা শুরু। অভিনেতা অভয় দেওল, চলচ্চিত্র উৎসব প্রোগ্রামার অসীম চাবরাসহ বেশ কয়েকজন চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষ এই উৎসবের সঙ্গে জড়িত।

বান্দ্রা ফিল্ম ফেস্টিভ্যালের আর্টিস্টিক ডিরেক্টর পূজা কোহলি জানিয়েছেন, ২০০৬ সাল থেকেই অসীমের সঙ্গে পূজার বন্ধুত্ব।

ছবিতে ইরফানের চরিত্রটির নাম আফতাব আংরেজ

তাঁরা আলাপ করছিলেন যে বিগত সময়ের ভালো ছবিগুলো কী, যা দেখানো যায়। তখন ‘দুবাই রিটার্ন’-এর নাম আসে। ‘সালাম বোম্বে’ ইরফানের প্রথম ছবি। মিরা নায়ারের এই ছবি অস্কারে মনোনীত হয়েছিল। তারপর থেকে অসাধারণ সব ছবিতে, দারুণ অভিনয় করেছেন ইরফান। অভিনয়গুণে পাড়ি জমিয়েছেন হলিউডেও। তাঁর অভিনীত শেষ ছবি ‘আংরেজি মিডিয়াম’।