৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানের একটি ঘটনা সব ছাপিয়ে সামনে চলে আসে। অভিনেতা উইল স্মিথ সপাটে চড় মারলেন মঞ্চে উপস্থিত মার্কিন কমেডিয়ান ক্রিস রককে। কারণ ক্রিস মার্কিন এই অভিনেতার স্ত্রীকে নিয়ে কৌতুক করেছেন। এরপর নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। চড় মারার পরে আসনে ফিরে এসে করেন গালিগালাজও। চলুন দেখে নেওয়া যাক এমন চড় মারার ঘটনা আরও কাদের সঙ্গে ঘটেছিল।