এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবিটি ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় এক দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ১২ দিনে হাজার কোটি ছুঁই ছুঁই। সেই উপলক্ষে গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে জমকালো পার্টির আয়োজন করা হয়েছিল। এ সাফল্যের রাত উদ্যাপনে সেখানে বিনোদন জগতের একাধিক তারকা উপস্থিত হয়েছিলেন।
পরিচালক রাজামৌলির সঙ্গে ছবির মূল দুই নায়ক রামচরণ ও জুনিয়র এনটিআর কেক কেটে এ পার্টির শুভসূচনা করেন। এই ‘প্যান ইন্ডিয়া’ ছবিতে জুনিয়র এনটিআরকে দেখা গেছে স্বাধীনতাসংগ্রামী কোমারাম ভীমের চরিত্রে। ‘আরআরআর’ ছবির দ্বিতীয় মৌসুম বানানোর প্রসঙ্গে জুনিয়র এনটিআর সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এ ছবির উপসংহার বের হয়ে আসা উচিত। আমি জানি না, আমার কেন এ রকম মনে হয়েছে। আমি এ বিষয়ে কারও সঙ্গে কথা বলছিলাম। আমি মনে করি “আরআরআর”–এর দ্বিতীয় পর্ব বানানো প্রয়োজন। আমার এ কথাগুলো যেন সত্য হয়।’
তাঁর সুরে সুর মিলিয়ে সুপারস্টার রামচরণ বলেন, তিনিও চান এই ছবির সিক্যুয়েল বানানো হোক।
সিক্যুয়েল প্রসঙ্গে পরিচালক রাজামৌলি বলেন, ‘আগে সবকিছু স্বাভাবিক হতে দিন। আমার জন্য এই ছবির সিক্যুয়েল বানানো অত্যন্ত আনন্দের বিষয় হবে। শুধু বক্স অফিসে ছবিটি কত আয় করবে, এ জন্য নয়, বরং আমি এই বাহানায় আমার দুই ভাইয়ের (রামচরণ ও জুনিয়র এনটিআর) সঙ্গে সময় কাটাতে পারব। আমার জন্য এটা অনেক বেশি আনন্দদায়ক হবে। একটু সময় যাক, দেখি কী হয়।’
এ সাফল্যের রাতে হাজির ছিলেন আমির খান, করণ জোহর, জাভেদ আখতার, জিতেন্দ্র, পদ্মিনী কোলাপুরি, হুমা কুরেশি, শারদ কেলকার, জনি লিভার, রাখি সাওয়ান্ত, আশুতোষ গোয়ারিকর, শান্তনু মহেশ্বরীসহ আরও অনেকে। বলিউড সুপারস্টার আমির খান ‘আরআরআর’ প্রসঙ্গে বলেন, ‘এই ছবিকে সবাই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। “লাল সিং চাড্ডা” ছবির জন্য এখনো ছবিটি দেখে উঠতে পারিনি। রাজাকে (রাজামৌলি) বলছিলাম, আমি প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে চাই। এই ছবিকে ঘিরে আমি শুধুই প্রশংসা শুনে যাচ্ছি।’
‘আরআরআর’ ছবিটি গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে। দুনিয়াজুড়ে এ ছবি তার দাপট দেখিয়ে চলেছে। ৫৫০ কোটি রুপির এ ছবি তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দিতে মুক্তি পেয়েছে। হিন্দি ভার্সনে ছবিটি ২০০ কোটি রুপির মতো ব্যবসা করেছে। রামচরণ ও জুনিয়র এনটিআর ছাড়া এ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।