অ্যাকশন দৃশ্য করতে গিয়ে মারাত্মক আহত দক্ষিণি তারকা

টভিনো থমাস
ইনস্টাগ্রাম

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের মালয়ালম অভিনেতা টভিনো থমাস। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে তিনি কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা বেশ সংকটজনক। এখন আইসিইউতে আছেন তিনি। চিকিৎসকেরা তাঁর সার্বিক দেখভাল করছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, ‘কালা’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পরিচালক রোহিত ভিএস পরিচালিত ওই সিনেমায় তিনি স্টান্ট নেওয়ার মহড়া করছিলেন। সে সময় তাঁর পেটে আঘাত লাগে। প্রথমে বুঝতে পারেননি যে তাঁর পেটে আঘাত লেগেছে। পরে অসহ্য যন্ত্রণা শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের ভেতরে রক্তপাত শুরু হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। এই অভিনেতাকে ২৪ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

টভিনো থমাস
‘কালা’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পরিচালক রোহিত ভিএস পরিচালিত ওই সিনেমায় তিনি স্টান্ট নেওয়ার মহড়া করছিলেন। সে সময় তাঁর পেটে আঘাত লাগে।

মালয়ালম সিনেমার জগতে টভিনো থমাস জনপ্রিয় অভিনেতা। গত বছর দোহায় অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (সিমা)–এ ‘সুদানি ফ্রম নাইজেরিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন টভিনো। সিনেমাটিও মালয়ালম বিভাগে সেরা সিনেমা হিসেবে মনোনীত হয়। টভিনোকে শেষ পর্দায় দেখা গেছে মালয়ালম ছবি ‘ফরেন্সিক’-এ। ‘গোধা’, ‘মারি ২’, ‘আভিযাম অনুভাম’ ও ‘মায়ানাধী’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনেতা নানা পাটেকরের সঙ্গে টভিনো থমাস

‘মিন্নাল মুরালি’ সিনেমায় অভিনয় করার কথা ছিল টভিনো থমাসের। সিনেমার টিজারও মুক্তি পেয়েছে সম্প্রতি। ওই সিনেমা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল। সিনেমার শুটিংয়ের সময় একটি ধর্মীয় দৃশ্যকে কেন্দ্র করে সেটে ভাঙচুর চালান ওই অঞ্চলের স্থানীয় উগ্রবাদী দলের কর্মীরা। পরে শুটিং বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচিত হয়েছিল।