‘চিকিৎসা চলছে। আশা করছি, শিগগিরই আমি সুস্থ হব। আর সৃষ্টিকর্তা যদি চান, তাহলে খুব তাড়াতাড়ি দেশে ফিরতে পারব।’ বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন বলিউডের বরেণ্য তারকা ঋষি কাপুর। নিজের অসুস্থতা নিয়ে তিনি আরও বললেন, ‘পুরো ব্যাপারটা এক দীর্ঘ প্রক্রিয়া। আর তা খুবই ক্লান্তিকর। এর জন্য প্রয়োজন অসীম ধৈর্য। সত্যি বলতে, আমার খুব কষ্ট হচ্ছে।’
তবে অসুখটা কী, তা নিয়ে কিছুই বলেননি। অনেক দিন হলো ঋষি কাপুর যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে নিউইয়র্কে এক হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছে। হোটেলে নয়, ছেলে বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা রণবীর কাপুর বাবার জন্য সেখানে মোটামুটি বিলাসবহুল একটি বাসা ঠিক করে দিয়েছেন। স্ত্রী নীতু সিংকে নিয়ে ঋষি কাপুর এখন সেখানেই আছেন।
ঋষি কাপুর আরও বললেন, ‘চিকিৎসার জন্য এসে একটু বিরতি পেয়ে গেলাম। এই সময়টা কোনো সিনেমা নিয়ে ভাবিনি। সব ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রেখেছি। এখন মনে হচ্ছে, এই সময়ে এমন একটু বিরতি খুব দরকার ছিল।’
এদিকে ৫ জানুয়ারি নীতু সিং ইনস্টাগ্রামে নিউইয়র্কে পরিবারের সবার সঙ্গে ঋষি কাপুরের বর্ষবরণের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কোনো নতুন কিছু হবে—এমন আশা নেই এ বছর। দূষণের মাত্রা প্রতিবছরের তুলনায় কম হোক! নতুন বছর ক্যানসার যেন আর না ফিরে আসে। আগামী দিনগুলোতে “ক্যানসার” শুধু রাশির নাম হয়েই থাকুক। হিংসা নয়। আর কোনো গরিব দেখতে চাই না। ২০১৯ থাকুক প্রচুর ভালোবাসা আর আনন্দ নিয়ে। সবচেয়ে বড় কথা, সবাই সুস্থ থাকুক।’
নীতু সিংয়ের এই পোস্ট থেকে অনেকেই ধরে নিয়েছেন, তিনি প্রকাশ না করলেও ঋষি কাপুর এখন ক্যানসারে আক্রান্ত। তবে এবার অসুস্থতা নিয়ে ঋষি কাপুর নিজেই মুখ খুলেছেন। আর তাঁর কথা থেকেও এই ধারণা আরও পোক্ত হচ্ছে।