অভিনেত্রী স্বরাকে প্রাণনাশের হুমকি

স্বরা ভাস্কর
ইনস্টাগ্রাম

বলিউড সুপারস্টার সালমান খানকে কিছুদিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবার এই তালিকায় যুক্ত হলো অভিনেত্রী স্বরা ভাস্করের নাম। এক উড়ো চিঠির মাধ্যমে এই বলিউড নায়িকাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
এক অজ্ঞাত ব্যক্তি স্পিড পোস্টের মাধ্যমে স্বরার ঠিকানায় চিঠি পাঠিয়েছে। স্বরাকে এই মেরে ফেলার হুমকি ভরা চিঠিটা হিন্দিতে লেখা হয়েছে। হাতে লেখা এই চিঠিতে তাঁকে গালমন্দও করা হয়েছে। বিনায়ক দামোদর সাওরকরকে অপমান করার জন্য এই বলিউড নায়িকাকে সাবধান করা হয়েছে। চিঠিতে লেখা আছে যে দেশের যুবকরা বীর সাওরকরের অপমান সহ্য করবে না। চিঠিতে স্বরার উদ্দেশ্যে আরও লেখা আছে যে নিজের ভাষার প্রতি সংযত হন, তা না হলে প্রাণ হারাবেন। আর বীর সাওরকরকে অপমান করা বন্ধ করে স্বরাকে নিজের ছবির প্রতি মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে। চিঠির শেষে কারও নাম নেই।

স্বরা ভাস্কর

স্বাক্ষরের জায়গায় লেখা আছে, ‘এই দেশের যুবক’। এই উড়ো চিঠিটা পাওয়ার পর স্বরা ভার্সোবা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন।
স্বরা প্রায়ই সামাজিক এবং রাজনৈতিক বিষয়ের নিজের খোলাখুলি মতামত দেন। ইন্ডাস্ট্রিতে তাঁকে ‘ঠোঁটকাটা’ বলেন কেউ কেউ। তাই অনেক সময় এই বলিউড নায়িকা বিতর্কে জড়িয়ে পড়েন।

স্বরা ভাস্কর

২০১৭ সালে স্বরা এক পোস্টে লিখেছিলেন, ‘ব্রিটিশ সরকারের কাছে সাওরকর ক্ষমা চেয়েছিলেন। আর জেলের বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি ভিক্ষা চেয়েছিলেন। এটা প্রমাণ করে যে তিনি বীর ছিলেন না।’ ২০১৯ সালে এই বলিউড নায়িকা এক ভিডিও পোস্ট করে সাওরকরকে ভীতু বলে কটাক্ষ করেছিলেন। বীর সাওরকর ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবক এবং লেখক বলে খ্যাত।

সদ্য স্বরা উদয়পুরের হত্যাকাণ্ডের ওপর এক টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এই টুইটে তিনি লিখেছিলেন, ‘অত্যন্ত নিন্দনীয়। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। জঘন্যতম অপরাধ। অসুস্থ রাক্ষস’।

স্বরা ভাস্কর। ছবি: ইনস্টাগ্রাম

২০১০ সালে ‘গুজারিশ’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন স্বরা। এরপর ‘তনু ওয়েডস মনু’, ‘রঞ্ঝনা’, ‘নীল বটে সন্নাটা’, ‘বিরে দি ওয়েডিং’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি।