তারকাদের সন্তানদের নিয়েও বেশ আলোচনা হয় বলিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের অনুসারীসংখ্যাও কম নয়। এ থেকেই আঁচ করা যায়, ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতির অগ্রাধিকারের দায় নিয়ে হলেও তাঁরা একদিন বলিউড শাসন করবেন। চলছে সেই প্রস্তুতি।
বিনোদন ডেস্ক
তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলের মেয়ে নিশা দেবগন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি বলে দেয়, বাবা ও মায়ের মতো তিনিও হাঁটবেন একই পথে
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে প্রায়ই আলোচনায় চলে আসেন শাহরুখ–গৌরীর মেয়ে সুহানা খান
বিজ্ঞাপন
সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর। ইতিমধ্যে ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াতে শুরু করেছেন তিনিবড় বোন জাহ্নবী কাপুর নাম লিখিয়েছেন বলিউডের খাতায়। শ্রীদেবী ও বনি কাপুরের আরেক মেয়ে খুশি কাপুর রয়েছেন অপেক্ষমাণ তালিকায়। প্রস্তুতি শেষ হলেই আসবেন তিনিবাবা মি. পারফেকশনিস্ট আমির খান। নিজেকে প্রমাণ করার সুযোগ এখনো আসেনি মেয়ে ইরা খানের। প্রেমিককে নিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানান দিচ্ছেন নিজের উপস্থিতিগত বছর বলিউডের সবচেয়ে আলোচিত বিষয় ছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক–কাণ্ডের ঘটনা। বলিউডে ঢোকার আগেই অলোচনার চূড়ায় পৌঁছেছেন তিনিবড় বোন সারা আলী খান একটু একটু করে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। অমৃতা সিং আর সাইফ আলী খানের ছেলে ইব্রাহীম আলী খানও নিজেকে প্রস্তুত করছেন। বড় বোনের পথ ধরে এগিয়ে আসবেন শিগগিরইবলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। বলিউডে এখনো পা রাখেননি তিনি। তবে ফ্যাশন ও মডেলিং শুরু করেছেন তিনি। বাবা যেহেতু পরিচালক, বলিউডে পা রাখতে হয়তো বেশি বাকি নেই তাঁরজ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ বলিউডের এক আকর্ষণীয় নায়ক। মেয়ে কৃষ্ণা শ্রফ ফিটনেস নিয়ে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচিত হয় তাঁর পোস্ট করা ছবিজাভেদ জাফরির মেয়ে আলাভিয়া জাফরি। বাবা বলিউডে নাম করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার চেয়ে বেশি জনপ্রিয় আলাভিয়া। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা জাভেদ জাফরির চেয়ে বেশি