ভারতের টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ ছিলেন তিনি। তবে তাঁর সামনে সুযোগ ছিল হিন্দি সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী হওয়ার। কিন্তু নানা কারণে তাঁর ক্যারিয়ার বেশি দূর এগোয়নি। সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
এই অভিনেত্রী আর কেউ নন দীপশিখা নাগপাল। দীপশিখা নামেই বেশির ভাগ দর্শক চেনেন তাঁকে। ‘কয়লা’, ‘বাদশাহ’, ‘দিললাগি’, ‘পার্টনার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
যত সিনেমায় অভিনয় করেছেন, দীপশিখার তার চেয়ে বেশি আফসোস একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে। সিনেমাটি হলো, ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’। সালমান খান ও শাহরুখ খান অভিনয় করেছিলেন রাকেশ রোশন পরিচালিত সিনেমাটিতে।
অনেক দর্শক মনে করেন, ‘করণ অর্জুন’ ফিরিয়ে না দিলে দীপশিখার ক্যারিয়ার অন্যরকম হলেও হতে পারত। এ প্রসঙ্গে সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের শোতে কথা বলেছেন অভিনেত্রী।
দীপশিখা বলেন, ‘প্রস্তাব শুনেই আমি না করে দিয়েছিলাম (‘করণ অর্জুন’ সিনেমার)। ভেবেছিলাম, আমি না করলে হয়তো আমার বোনকে (আরতি নাগপাল) চরিত্রটিতে নেওয়া হবে। পরে বুঝেছি, তাঁরা চরিত্রটির জন্য সুন্দর মুখ খুঁজছিলেন। মমতা কুলকার্নি অভিনীত চরিত্রটির জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল।’
কেবল ‘করণ অর্জুন’ই নয়, সালমান খান অভিনীত ‘জনম সামঝা করো’ সিনেমার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন দীপশিখা। পরে তাঁর ফিরিয়ে দেওয়া চরিত্রটিতে নেওয়া হয় ঊর্মিলা মাতন্ডকরকে।
দীপশিখা এখন আর সিনেমায় সেভাবে নিয়মিত নন। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।
নিয়মিত সিনেমা না করলেও দীপশিখা অবশ্য টিভিতে নিয়মিত কাজ করছেন।