একই ডিজাইনারের পোশাক একাধিক তারকার পরনে সাধারণত দেখা যায় না। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। সেই অনুষ্ঠানে বাংলাদেশের জয়া আহসানের একটি গাউনের ছবি প্রকাশ্যে আসার পর আরও দুই তারকার একই নকশার পোশাকের ছবি নিয়ে ফেসবুকে আলোচনা হচ্ছে। চলুন, দেখে নেওয়া যাক আর কোন দুই তারকা একই নকশার পোশাক পরেছেন।