ভারতের সেরা ১০ ওয়েব সিরিজের তালিকায় আবার চমক

বছরজুড়েই আলোচনায় ছিল ভারতীয় ওয়েব সিরিজ। সিরিজগুলো নিয়ে সেরা ১০-এর একটি তালিকা তৈরি করেছে আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেজ)। সেই তালিকায় আবার দর্শকদের চমকে দিয়ে শীর্ষে কোন ওয়েব সিরিজ, দেখুন ছবিতে—

কলেজপড়ুয়া শিক্ষার্থীদের কেলেঙ্কারিতে নাম জড়ানো, এক প্রদেশ থেকে অন্য প্রদেশের শিক্ষার্থীদের প্রেমের সম্পর্ক, এরই মধ্যে ঘটে যায় অপরাধ। নানা চমক নিয়ে ওয়েব সিরিজ ‘কলেজ রোমান্স’। সিরিজটি এই তালিকায় ১০ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর ভালোবাসা, তাঁদের জীবনযাপন, বাধা পেরিয়ে টিকে থাকার সংগ্রামের মুখোমুখি হওয়া সিরিজের নাম ‘ক্যাম্পাস ডায়েরি’। এ তালিকায় সিরিজটি ৯ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত

‘অভয়’ সিজন-৩ এই তালিকায় ৮ নম্বরে রয়েছে। একাধিক অপরাধের টান টান উত্তেজনার গল্পটি সিনেমা জি-৫–এ মুক্তি পেয়েছিল। সিরিজটি শেষ পর্যন্ত দর্শকদের দেখতে বাধ্য করে। ছবি: সংগৃহীত

যোধপুরের এমবিএ পড়ুয়া শিক্ষার্থীর প্রেম, বিয়ে ও ক্যারিয়ারের নানা মজার ঘটনা নিয়ে ‘এনসিআর ডেইজ’ ওয়েব সিরিজ। ইউটিউবে প্রচার হওয়া স্বল্প ব্যয়ের সিরিজটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এটি ৭ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত

পারিবারিক গল্পের কমেডি ঘরানার ওয়েব সিরিজ ‘গুলাক’ প্রচারের পর থেকে আলোচনায় ছিল। এটি তালিকায় ৬ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত

‘অপহরণ’–এর নতুন সিজন এই তালিকায় ৫ নম্বরে রয়েছে। ক্রাইম ও অ্যাকশন ঘরানার সিনেমাটিও অনেক কম বাজেটে বানানো হয়েছে। ছবি: সংগৃহীত

ডিজনি প্লাস হটস্টারের ‘হিউম্যান’ এই তালিকায় ৪ নম্বরে রয়েছে। ইন্ডিয়ান কিছু ফার্মার পেছনের অন্ধকার জগতের গল্প তুলে ধরা হয়েছে সিরিজে। ছবি: সংগৃহীত

ভারতের মহাকাশের জনকখ্যাত বিক্রম সারা ভাই ও ভারতীয় পদার্থবিদ ড. হোমি জে ভাবার জীবনে নিয়ে ‘রকেট বয়েস’ এই তালিকায় ৩ নম্বরে রয়েছে। ছবি: সংগৃহীত

২০১৯ সালের ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজ এ বছরও মুক্তির পর আলোচনায় আসে। সিরিজটির নতুন সিজন আরও বেশি দর্শকপ্রিয়তা পায়। এই তালিকায় ২ নম্বরে রয়েছে সিরিজটি। ছবি: সংগৃহীত

একটি পঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ঘিরে সাদামাটা গল্প। নেই কোনো বড় তারকা। নেই থ্রিলারের স্বাদ, নেই মারামারি। পারিবারিক ড্রামা ও কমেডি ঘরানার এ সিরিজের দ্বিতীয় কিস্তিতেও গল্পই প্রাণ ছিল। ভক্তদের চমকে দিয়ে ‘পঞ্চায়েত’ ‘আইএমডিবি’র তালিকায় আবারও শীর্ষে জায়গা করে নিয়েছে। ছবি: সংগৃহীত