শুরু হয়ে গেছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর কার্যক্রম। চলছে তারকা জরিপের ভোট গ্রহণ। এবার সমালোচক পুরস্কারের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইনে https://service.prothomalo.com/mpaward/critics-award.php ঠিকানায় আবেদন করতে হবে। অংশগ্রহণকারী পরিচালক বা প্রযোজক বা কাজসংশ্লিষ্ট প্রতিনিধি এই ঠিকানায় গিয়ে আবেদন ফরম পূরণ করে কাজ জমা দিতে পারবেন। এবারও তিনটি বিভাগে দেওয়া হবে পুরস্কার: পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র/নাটক, ওয়েব সিরিজ।
শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এ চার শাখায় দেওয়া হবে সমালোচক পুরস্কার (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র)। ২০২৪ সালে বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পাওয়া কাহিনিচিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো স্ট্রিম হওয়া ওয়েব ফিল্ম থেকে এই পুরস্কার দেওয়া হবে। কাহিনিচিত্রের দৈর্ঘ্য অবশ্যই ৮০ মিনিটের বেশি হতে হবে।
শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এ চার শাখায় দেওয়া হবে সমালোচক পুরস্কার (সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র/নাটক)। ২০২৪ সালে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশিন চ্যানেল ও অনলাইনে প্রথমবার মুক্তি পাওয়া নাটক, টেলিছবি, ওয়েব কনটেন্ট থেকে দেওয়া হবে এই পুরস্কার। নাটক, টেলিছবি ও ওয়েব কনটেন্টের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ৭৯ মিনিট।
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এই পাঁচ শাখায় দেওয়া হবে সমালোচক পুরস্কার (ওয়েব সিরিজ)। ২০২৪ সালে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো স্ট্রিম হওয়া ওয়েব সিরিজ থেকে এই পুরস্কার দেওয়া হবে। ওয়েব সিরিজের মোট দৈর্ঘ্য অবশ্যই ৭০ মিনিটের বেশি হতে হবে এবং ন্যূনতম পর্বসংখ্যা ৩ (তিন) হতে হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী পরিচালক বা প্রযোজককে ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে কাজ জমা দিতে হবে। আবেদন ফরমের নির্ধারিত বক্সে কাজের ইউটিউব লিংক/গুগল ড্রাইভ লিংক/অনলাইন প্লাটফর্ম লিংক দিতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। কাজ জমা দেওয়ার শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৫।
শুধু বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।