মঞ্চে এসে আজও আমার হাত-পা কাঁপে: অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

শিগগিরই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে অত্যন্ত জনপ্রিয় কুইজভিত্তিক শো ‘কৌন বনেগা কৌড়পতি’(কেবিসি)। কেবিসি ১৪ শুরু হতে চলেছে ৭ আগস্ট (রোববার) থেকে সনি চ্যানেলে। প্রতিবারের মতো এবারও সঞ্চালকের আসনে উজ্জ্বল থাকবেন অমিতাভ বচ্চন। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে অমিতাভ বচ্চন এই জনপ্রিয় শোটিকে ঘিরে নানা কথা মেলে ধরেছিলেন।
গতকাল মুম্বাইয়ের ফিল্মসিটিতে ‘কেবিসি ১৪’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ছাড়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার সিইও এবং এমডি এনপি সিং, আর চ্যানেল সেটের ব্যবসায়িক প্রধান দানীশ খান। ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হবে। এদিনের অনুষ্ঠানে বলিউড সুপারস্টার আমির খান, জাতীয় ফুটবলার সুনীল ছেত্রী, বক্সার মেরি কম, কারগিল যুদ্ধের প্রবীণ মেজর ডিপি সিং, কর্নেল মিতালী মধুমিতা উপস্থিত থাকবেন।

‘কেবিসি’-র সঙ্গে অমিতাভ বচ্চনের ২২ বছরের এক দীর্ঘ ভ্রমণ জড়িয়ে আছে। তিনি এ নিয়ে ১৩ সিজন সঞ্চালনা করছেন। তবু আজও কেবিসি-র মঞ্চে পা রাখার সময় রীতিমতো নার্ভাস থাকেন এই বলিউড মেগাস্টার। এদিন তাঁকে প্রশ্ন করা হয় এই সিজনের জন্য কীভাবে তিনি প্রস্তুতি নিয়েছেন, এর জবাবে বিগ বি বলেছেন, ‘এটা অত্যন্ত ভয়ংকর প্রশ্ন। কারণ, প্রতিবার মঞ্চে এসে আজও আমার হাত-পা কাঁপে। এখন এখান থেকে বের হওয়ার পর মাথায় ঘুরবে যে কাল কী হবে, কেমন হবে। প্রতিদিন এক অদ্ভুত ভয় আমায় তাড়া করে। এই ভয় যে নিজেকে কীভাবে পরিচালনা করব।’
এদিন অমিতাভ বচ্চন আরও পরিষ্কার জানান, কিসের টানে তিনি এই মঞ্চে বারবার ছুটে আসেন।

সংবাদ সম্মেলনে অমিতাভ ও অন্যরা

বিগ বি বলেছেন, ‘কেবিসি-র সেটে যাঁরা আসেন, তাঁদের অফুরান প্রাণশক্তি আমাকে এখানে ছুটে আসতে বাধ্য করে। আমি মঞ্চে আসামাত্র তাঁরা আমাকে যেভাবে স্বাগত জানান, আর প্রতিযোগীদের যেভাবে উৎসাহিত করেন, এ সবকিছু আমাকে এই শোর প্রতিটি সিজনের প্রতি আকর্ষিত করে। দর্শকের আগ্রহ আর ভালোবাসা আমাকে ‘কেবিসি’-র মঞ্চে বারবার ফিরিয়ে নিয়ে আসে।’

অমিতাভ বচ্চন ‘কেবিসি’কে নিয়ে আরও বলেছেন, ‘কেবিসি খেলার মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেয়। এই শো দেখতে দেখতে সবাই নিজের পরিবারের সঙ্গে কুইজ খেলে। আর এটাই এই শোর সৌন্দর্য। ছোটরা তাদের মা–বাবার সঙ্গে মজার ছলে খেলে। অনেক বৃদ্ধ মানুষ আমাকে বলেছেন যে তাঁরা বাড়ির বাইরে পা রাখতে পারেন না, তাঁদের কাছে এই শোটি অনেক বড় বিনোদন। তাঁরা এই শোর জন্য অপেক্ষা করে থাকেন।’
৭ আগস্ট থেকে ‘কৌন বনেগা কৌড়পতি ১৪’ সনি চ্যানেলে দেখা যাবে। সোম থেকে শুক্রবার রাত ৯টা থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচার হবে।