বিবিসির প্রভাবশালী নারীর তালিকায় আফগান গায়িকা এলাহাসহ আরও যাঁরা
২০২৪ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোন, আফগানিস্তানের গায়িকা ও সুরকার এলাহা শরুরসহ ৯ নির্মাতা, অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী রয়েছেন।
বিনোদন ডেস্ক
চীনা বংশোদ্ভূত যুক্তরাজ্যের চলচ্চিত্র নির্মাতা ক্লোয়ি ঝাও। ‘নোমাডল্যান্ড’ সিনেমার জন্য তিনি অস্কার পেয়েছেন তিনি। বেইজিংয়ে জন্ম নেওয়া ক্লোয়ি যুক্তরাজ্যে পাড়ি দেন
বিজ্ঞাপন
গুয়েতেমালার লাতিন পপসংগীতশিল্পী গ্যাবি মোরিনো। ২০২৪ সালে সেরা লাতিন পপ অ্যালবাম বিভাগে গ্র্যামি পেয়েছেন তিনি
বিজ্ঞাপন
তিউনিশিয়ার অভিনেত্রী হেন্ড সাব্রি। আরব সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাখে। ‘দ্য সাইলেন্স অব দ্য প্যালেস’ সিনেমায় অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন তিনি। তিনি প্রথম আরব নারী অভিনেত্রী হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে কাজ করেছেনআফগানিস্তানের গায়িকা ও সুরকার এলাহা শরুর। দেশটির শীর্ষ সংগীতশিল্পীদের একজন তিনিফিরদা মারসিয়া কুর্নিয়া ইন্দোনেশিয়ার হেভি মেটাল সংগীতশিল্পী। তিনি ইংরেজি ও সুদানিজ ভাষায় গান করেনহলিউড তারকা শ্যারন স্টোন তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। নব্বইয়ের দশক থেকে খ্যাতি পেয়েছেন তিনিঘানার আফ্রো পপসংগীতশিল্পী নোয়েলা উয়ালা নোয়ডেই। তিনি গায়িকাই শুধু নন, গীতিকার হিসেবেও পরিচিতপাকিস্তানের সংগীতশিল্পী ও গীতিকার হাদিকা কিয়ানি। দেশটির শীর্ষ শিল্পীদের একজন তিনি। নব্বইয়ের দশক থেকে খ্যাতির শীর্ষ রয়েছেন হাদিকাযুক্তরাজ্যের গায়িকা রায়েও রয়েছেন তালিকায়