উদ্‌যাপনে মাতলেন তারকারাও

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ এবার শুরু হয়েছে ১৬ জানুয়ারি চট্টগ্রামে। সারা দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এ আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ঢাকা বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা। গানে গানে, তারকাকথনে নবীন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের সারা দিন কেটেছে এই আনন্দ উৎসবে। ছবি: সৈয়দ জাকির হোসেন, জাহিদুল করিম, তানভীর আহাম্মেদ ও দীপু মালাকার

অনুষ্ঠানে সর্বশেষ মঞ্চ মাতিয়েছেন জলের গানের শিল্পীরা। তাঁরা শুনিয়েছেন ‘এমন যদি হতো’, ‘বকুল ফুল বকুল ফুল’সহ তিনটি গান।
অনুষ্ঠানে সর্বশেষ মঞ্চ মাতিয়েছেন জলের গানের শিল্পীরা। তাঁরা শুনিয়েছেন ‘এমন যদি হতো’, ‘বকুল ফুল বকুল ফুল’সহ তিনটি গান।
দিনাত জাহান মুন্নী শুনিয়েছেন ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে’সহ দুটি গান।
গান পরিবেশনা
গান শুনিয়েছেন এ প্রজন্মের শিল্পী ইমরান মাহমুদুল।
নায়ক ফেরদৌস আহমেদ প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি বই পড়া, গান শোনা সাংস্কৃতিক চর্চার প্রয়োজনের দিকটি তুলে ধরেন।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস
পান্থ কানাই ও অনিমেষ রায় দ্বৈত কণ্ঠে শুনিয়েছেন দুটি গান।
শিক্ষার্থীদের অনুরোধ ‘বুক চিনচিন করছে হায়’ গানটির কিছু অংশ গেয়ে শোনান নিশো ও মেহজাবীন। এই গানের গীতিকার কবির বকুলকেও একপর্যায়ে তাঁরা মঞ্চে ডেকে নিয়ে সাবই মিলে গানটি গেয়েছেন।
দিনভর নানা আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ
শিক্ষার্থীদের উচ্ছ্বাস