২০২২ সালে বাংলাদেশে নির্মিত প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র, টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র, ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ, গায়িকা, গায়ক ও নবাগত অভিনয়শিল্পীদের দর্শকেরা বেছে নিয়েছেন সেরা কাজগুলো। মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া এই তারকারা জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া।
সেরা নবাগত অভিনয়শিল্পী
রোদেলা টাপুর (দেশান্তর)
আমি খুবই আনন্দিত, দর্শকেরা আমার অভিনীত প্রথম কাজ দেখেছেন, পছন্দ করেছেন এবং ভোট দিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন। এই ভালোবাসা সামনে আরও ভালো ভালো কাজ করতে আমাকে আগ্রহী করবে। পুরস্কার পেলে অনেক ভালো লাগবে, তবে মেরিল-প্রথম আলোর মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পাওয়াটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ধন্যবাদ দর্শকদের ও প্রথম আলোকে।
ফায়জুল ইয়ামিন (রেডরাম)
মনোনয়নের এই অনুভূতি স্বপ্নের চেয়ে কম কিছু নয়। প্রথম থেকেই স্বপ্নের মতোই হয়ে আসছে আমার অভিনয়ের অভিষেকটা। এত ভালো একটা টিমের সঙ্গে অভিষেক ঘটা, আসলেই ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ জানাতে চাই আমার পুরো রেডরাম টিমকে—ভিকি ভাই, রুহান ভাই, জুয়েল ভাই, দীপনদা এবং আমার সহশিল্পীদের মধ্যে মেহজাবীন আপু, নিশো ভাই, মনোজদা, নাদিয়া আপুকে—পুরোটা সময়ে আমাকে সহযোগিতা করার জন্য। দর্শক ও প্রথম আলোর পাঠকদের ধন্যবাদ, আমাকে মনোনয়ন দিয়ে চূড়ান্ত পর্বে আনার জন্য।
রিজভী রিজু (হাওয়া)
আমি ভীষণ আনন্দিত। আমি জানি না, এই আনন্দ আমাকে কত দূর নেবে; কত বেশি আনন্দিত হলে তার সমাপ্তি হবে। তাই বলা হয়, আনন্দের শেষ নেই। মেজবাউর রহমান সুমন ও হাওয়া টিম, সান কমিউনিকেশন পরিবার, মেরিল-প্রথম আলো পুরস্কার, আমার পরিবার ও দর্শকদের প্রতি চিরকৃতজ্ঞ থেকে যাব। পুরস্কার পাই বা না পাই, ওই দর্শকদের মাঝে একজন হয়ে থেকে গেলাম, এতেই আমি তৃপ্ত।
শাহনাজ সুমি (পাপ পূণ্য)
মেরিল-প্রথম আলো পুরস্কারে এবার আমি পাপ পূণ্য সিনেমা দিয়ে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়ে আনন্দিত। এই সুযোগ সবার হয় না। নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার কাছে মনোনয়ন পাওয়াটাই গুরুত্বপূর্ণ। প্রথমবার মনোনয়ন পেয়ে প্রথমবার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আবার এটা আমার প্রথম সিনেমা। পুরস্কার পাওয়ার কথা পরে। আমি মনোনয়নটা উপভোগ করছি।