পুরস্কার হাতে চরকির প্রধান নির্বাহী পরিচালক রেদওয়ান রনি ও নির্মাতা নুহাশ হুমায়ূন। চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ওয়েব সিরিজ হয়েছে পেটকাটা ষ, নুহাশ পেয়েছেন শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার। ছবি: চরকির সৌজন্যে
পুরস্কার হাতে চরকির প্রধান নির্বাহী পরিচালক রেদওয়ান রনি ও নির্মাতা নুহাশ হুমায়ূন। চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ওয়েব সিরিজ হয়েছে পেটকাটা ষ, নুহাশ পেয়েছেন শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার। ছবি: চরকির সৌজন্যে

‘ষ’, ‘পুনর্জন্ম ৩’–এর জোড়া পুরস্কার

তরুণ নির্মাতাদের মধ্যে নুহাশ হুমায়ূন প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। কাজ দিয়ে দেশের বাইরে এরই মধ্যে অনেক পুরস্কার অর্জন করেছেন। বিশ্বের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে নুহাশ পরিচালিত চরকি অরিজিনাল আন্থোলজি সিরিজ ‘পেট কাটা ষ’। এবার এই সিরিজের ঝুলিতে যোগ হয়েছে আরও অর্জন। আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘পেট কাটা ষ’, নির্মাতা হিসেবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন নুহাশ হুমায়ূন।

চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডের তৃতীয় আয়োজনে ২০ ক্যাটাগরির মধ্যে চরকির পাঁচটি কনটেন্ট পুরস্কার জিতেছে। গত শনিবার সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে হয় এই পুরস্কার অনুষ্ঠান। এতে চরকির আরেক সিরিজ ‘নিখোঁজ’-এ অভিনয় করে ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আফসানা মিমি। ওয়েব ফিল্ম বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী—দুই পুরস্কারই এসেছে চরকির ঘরে। ‘দুই দিনের দুনিয়া’ ও ‘টান’-এর জন্য পুরস্কার দুটি পেয়েছেন যথাক্রমে চঞ্চল চৌধুরী ও শবনম বুবলী।

বিঞ্জের মুনতাসীর ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চঞ্চলের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন মনোজ প্রামানিক। শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম বিভাগে ‘মুনতাসীর’, ‘মায়াশালিক’-এর জন্য শিহাব শাহীন হয়েছেন শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম পরিচালক। সিনেমাটি স্ট্রিমিং হয়েছে বিঞ্জে। হইচইয়ের সিরিজ ‘বোধ’–এ অভিনয় করে শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা হয়েছেন আফজাল হোসেন। চিকিৎসাধীন আফজাল হোসেনকে হাসপাতালে পুরস্কার পৌঁছে দেয় চ্যানেল আই কর্তৃপক্ষ।

পুরস্কার নিচ্ছেন আফসানা মিমি। চরকির সৌজন্যে

চ্যানেল আইয়ের ‘পুনর্জন্ম ৩’ পেয়েছে দুটি পুরস্কার। এটির জন্য শ্রেষ্ঠ নাট্য পরিচালক হয়েছেন ভিকি জাহেদ, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে অপূর্ব (‘নতুন করে শুরু’) ও ইয়াশ রোহান (‘মিম্মি’)। ‘ভাঙা পুতুল’-এর জন্য জাহান সুলতানা হয়েছেন শ্রেষ্ঠ নাট্যকার।

অন্যান্য পুরস্কারের মধ্যে শ্রেষ্ঠ ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন নাদির ওন দ্য গো (নেপালে মারাত্মক জঙ্গলের ভেতর), শ্রেষ্ঠ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর হলেন মহসীনুল হাকিম (লবণ জলে জীবন জ্বলে), শ্রেষ্ঠ এডুটেইনমেন্ট হয়েছেন খালিদ ফারহান (বায়োগ্রাফি অব পুতিন), শ্রেষ্ঠ রাইজিং স্টার (পুরুষ) হয়েছেন আবদুল্লাহ আল সেন্টু ও শ্রেষ্ঠ রাইজিং স্টার (নারী) ফারহানা হামিদ।

নীল হুরে জাহানের উপস্থাপনায় জমকালো পুরস্কার অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল কোনাল, লিজা, লুইপা, আতিয়া আনিসা, অপু, মেজবাহ বাপ্পীদের কণ্ঠে নতুন ও পুরোনো দিনের গান। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন দীঘি, সিনথিয়াসহ অনেকে। ডিজিটালি দেশের মোবাইল ব্যাংকিং খাতে অসামান্য অবদানের জন্য এবারের চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীরকে এবং শ্রেষ্ঠ অ্যাগ্রোটেক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ‘কৃষকের জানালা’কে।

ভিকি জাহেদ ও মেহজাবীন চৌধুরী

ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। আরও ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার, চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ প্রমুখ।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, ‘ভবিষ্যতেও আমাদের আইসিটি বিভাগ চ্যানেল আইয়ের সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। চ্যানেল আই ডিজিটাল বাংলাদেশ গড়ার সঙ্গে কাজ করে যাচ্ছে, তাদের এই সমর্থনকে আমরা সাধুবাদ জানাই।’ চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, প্রতিবছর দেশের ডিজিটাল সেক্টর অনেক বড় হচ্ছে। এখানে যাঁরা কাজ করছেন, তাঁদের পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেওয়া প্রয়োজন। চ্যানেল আই সব সময় মেধাবীদের সমর্থন দিয়ে আসছে। তারই একটি প্রয়াস আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস। আইসিটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ, তাঁরা আমাদের সঙ্গে আছেন। ভবিষ্যতেও এই আয়োজন চলবে।’

এদিকে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে পাঁচ পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘আমরা অভিভূত, আপ্লুত। এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। সেই সঙ্গে পুরস্কার পাওয়া কনটেন্টগুলো নির্মাণের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। আর এই প্রাপ্তি চরকির সঙ্গে সংশ্লিষ্ট সবার।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত কাজগুলো মূল্যায়নের আওতায় এনে সেখান থেকে পুরস্কার প্রদান করা হয়েছে।