তারেক মাসুদ, ৬ ডিসেম্বর ১৯৫২–১৩ আগস্ট ২০১১
তারেক মাসুদ, ৬ ডিসেম্বর ১৯৫২–১৩ আগস্ট ২০১১

নবীন নির্মাতাদের জন্য ‘টেকনিক্যাল শো’

বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা ও চর্চার অবকাঠামোগত সীমাবদ্ধতা, অর্থায়নের সংকটসহ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তরুণ নির্মাতারা নিজ উদ্যোগে নানা দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করে যান। কিন্তু সেসবের যথাযথ প্রদর্শনের সুযোগ খুব একটা ঘটেনা। নবীন নির্মাতাদের উদ্যমকে সহায়তা করার জন্য ‘টেকনিক্যাল শো’–এর উদ্যোগ নিয়েছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট (টিএমএমটি)। এ উদ্যোগে তাদের সঙ্গে আছে ইনডিপেনডেন্ট ফিল্ম প্রোডিউসার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ (আইএফপিপিবি) এবং সিনে ক্র্যাফ্ট।

এর মাধ্যমে উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা তাঁদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করতে পারবেন। টেকনিক্যাল শোর আদলে করা এই উদ্যোগে উপস্থিত থাকবেন নির্বাচিত সীমিতসংখ্যক আমন্ত্রিত অগ্রজ-অনুজ নির্মাতা ও চলচ্চিত্রকর্মী-দর্শক, যাঁদের কাছ থেকে প্রদর্শিত চলচ্চিত্র নিয়ে মূল্যায়ন ও পরামর্শ পাবেন নবীন নির্মাতারা।

আয়োজকদের বিশ্বাস, উৎসবে বা বহুল দর্শকের সামনে প্রদর্শনের আগে নবীন নির্মাতারা তাঁদের কাজটুকু সীমিত পরিসরে ও আন্তরিক পরিবেশে প্রদর্শন করে পাওয়া মতামত ও প্রতিক্রিয়া নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে এই উদ্যোগ একটি ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে।