গত বছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজনের বিনোদন সহযোগী হিসেবে ছিল টিকটক। কোলাজ
গত বছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজনের বিনোদন সহযোগী হিসেবে ছিল টিকটক। কোলাজ

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩

বিনোদন সহযোগী হিসেবে এবারও চমক দেখাল টিকটক

দেশের বিনোদন অঙ্গনের জাঁকজমকপূর্ণ সবচেয়ে বড় ও প্রত্যাশিত আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। গত বছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজনের বিনোদন সহযোগী হিসেবে ছিল টিকটক।

গত ২৪ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত ২৫তম বর্ণাঢ্য অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন নন্দিত উপস্থাপক হানিফ সংকেত।
বিনোদন সহযোগী হিসেবে টিকটকে ছিল দর্শকদের কাছ থেকে ভোট গ্রহণের সুবিধা। গত বছর ও এবার টিকটকে ২০ লাখের বেশি ভোট এবং ৭৭ হাজার ৫০০টি পোস্ট আসে ভক্তদের কাছ থেকে।

সাতটি বিভাগে টিকটক ব্যবহারকারীরা তাঁদের প্রিয় তারকাদের ভোট দেওয়ার সুযোগ পান। গত ৩ মে থেকে ২০ মে পর্যন্ত চলে ভোটদান। এ প্রক্রিয়ার মূল ফিচার ছিল টিকটক প্ল্যাটফর্মের ডেডিকেটেড ভোটিং পেজ এবং হ্যাশট্যাগ #MerilProthomAloAward। এর ফলে ক্যাম্পেইনটি শুরু হওয়ার পর থেকে মেরিল-প্রথম আলোর টিকটক অ্যাকাউন্টটির ফলোয়ারের সংখ্যা বেড়ে যায় প্রায় ৪০ শতাংশ।

ভোটদানের সুবিধার সঙ্গে সঙ্গে মেরিল-প্রথম আলোর হ্যাশট্যাগটির মাধ্যমে আয়োজনের বিহাইন্ড দ্য সিন বা পেছনের গল্পগুলো দর্শকের সামনে উঠে আসে। রেড কার্পেটের হাইলাইট থেকে শুরু করে ব্যাকস্টেজের শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে হয়, তা দেখার সুযোগ পান সবাই। মেরিল-প্রথম আলোর হ্যাশট্যাগটি ব্যবহার করে মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড অ্যাকাউন্ট এবং তারকারা তাঁদের নিজেদের অ্যাকাউন্টে অনুষ্ঠানের প্রিয় মুহূর্তগুলো পোস্ট করেন।

২৫তম মেরিল-প্রথম আলো পুরস্কারের আয়োজনে দর্শক ও তারকাদের মধ্যে আরও সম্পৃক্ততা বেড়েছে। গত বছরের তুলনায় টিকটকের ভোটিং হাবে ভিজিট এবং শেয়ারের সংখ্যাও বেড়েছে প্রায় শতভাগ। মেরিল-প্রথম আলোর হ্যাশট্যাগের মাধ্যমে এর আয়োজনে ভক্তরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যেখানে তাঁরা কমেন্ট, লাইক ও শেয়ার করেন রিয়েল টাইমে।