ফেসবুকে আনুশকা, ক্যাটরিনা, মেহজাবীন, ভাবনারা কী লিখলেন

নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি বলে দেয় তারকাদের মনের ও কাজের কথা। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে...
ছবিটি পোস্ট করে আনুশকা শর্মা লিখেছেন, ‘আমি মিস করি পাহাড়–পর্বত। আমার মনে হয় তারাও আমাকে মিস করে।’ তাকে প্রায় দেখা যায় ঘুরতে।
দিনগুলো যে সুখে কাটছে, সেটা বোঝা যায় অভিনেত্রী আশনা হাবীব ভাবনার ফেসবুক পোস্ট করা ছবি দেখে। ছবিটি পোস্ট করে সালভাদর দালির এই উক্তিটি লিখেছেন, ‘কখনো প্রশান্তির অতিমাত্রায় মনে হয় মারা যাচ্ছি।’
কী শেষ করলেন সেটা অবশ্য বলেননি ক্যাটরিনা কাইফ। তিনি ছবিটি পোস্ট করে শুধু লিখেছেন, ‘ছোট করে একটি পোস্ট দিলাম, আমার প্যাক আপ স্টাইল।’
চরকির ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’-এ অভিনয় করে প্রশংসা পাচ্ছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জাদুর খোঁজে প্রতি মুহূর্তে।’
ছবিতে ভারতীয় সাজের কথাই বলেছেন সোনম কাপুর। কারণ, ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই ভারতীয় ড্রামাটিক ছবিগুলোকে ভালোবাসুন।’ ভারতীয় সাজে মডেল হয়ে আনন্দিত সোনম।
গতকাল কী হয়েছিল মেহজাবীনের? ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অল অ্যাবাউট স্টার ডে।’