গত বছরের শুরুর দিকে সারোগেসি পদ্ধতিতে মেয়ের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। মেয়ের নাম রেখেছেন মালতি মেরি। এক বছর ধরে বিভিন্ন সময় মালতির বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছিল। এমনকি কিছুদিন আগেও মেয়েকে নিয়ে ফটোশুট করেছিলেন তিনি। কিন্তু মালতির চেহারা কখনো প্রকাশ্যে আসেনি। অবশেষে দেখে গেল মালতি মেরির চেহারা। দেখে নেওয়া যাক তার কিছু ছবি।