কার মতো দেখতে প্রিয়াঙ্কা-নিকের মেয়ে

গত বছরের শুরুর দিকে সারোগেসি পদ্ধতিতে মেয়ের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি। মেয়ের নাম রেখেছেন মালতি মেরি। এক বছর ধরে বিভিন্ন সময় মালতির বিভিন্ন ছবি প্রকাশ্যে এসেছিল। এমনকি কিছুদিন আগেও মেয়েকে নিয়ে ফটোশুট করেছিলেন তিনি। কিন্তু মালতির চেহারা কখনো প্রকাশ্যে আসেনি। অবশেষে দেখে গেল মালতি মেরির চেহারা। দেখে নেওয়া যাক তার কিছু ছবি।
গত সপ্তাহে মালতিসহ এই দম্পতির প্রকাশ করা ছবিতে লাভ ইমোজি দিয়ে লুকিয়ে রেখেছিল মেয়ের চেহারা
ছবি: সংগৃহীত
কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে লুকাতে পারেননি মালতির চেহারা
এই ভিডিওতে দেখা যায়, ক্রিম রঙের সোয়েটার, মাথায় হেয়ারব্যান্ড পরা মালতিকে। অন্যদিকে কফি রঙের আউটফিটে দেখা যায় প্রিয়াঙ্কাকে
ভিডিওর মন্তব্যের ঘরে মালতিকে ভালোবাসায় জানিয়েছেন নেটিজনেরা। অনেকে লিখেছেন, বাবা নিকের মতোই দেখতে মালতি
গতকাল স্বামী নিক জোনাসকে নিয়ে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে বাবা নিক পুরস্কার নিচ্ছেন আর মা প্রিয়াঙ্কার কোলে চড়ে সামনের সারিতে বসেছিল মালতি