ফেসবুকে তারকারা কে কী করছেন

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা রকম ব্যস্ততার কথা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। কিছুদিন বিরতির পরই নতুন গান প্রকাশ করছেন। ফেসবুকে নানা বিষয়ে লেখালেখি করেও সরব থাকেন এই শিল্পী। আজ শনিবার ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইনগুলো, ‘এই রৌদ্রতাপে তবু হলুদ ফুলে মন হারায়। ফুলের নামটা পড়ছে না…।’
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। কিছুদিন বিরতির পরই নতুন গান প্রকাশ করছেন। ফেসবুকে নানা বিষয়ে লেখালেখি করেও সরব থাকেন এই শিল্পী। আজ শনিবার ফেসবুকে একাধিক স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই লাইনগুলো, ‘এই রৌদ্রতাপে তবু হলুদ ফুলে মন হারায়। ফুলের নামটা পড়ছে না…।’
মিশা সওদাগর দেশের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি হয়ে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি। এখন এ খল চরিত্রের অভিনেতা শাকিব খানের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। সর্বশেষ শাকিব-মিশাকে দেখা গেছে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে। আজ শনিবার শাকিব খানের সঙ্গে ব্যায়ামাগারের এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, ‘সবাই স্বপ্ন দেখে। পৃথিবীতে অল্প কিছুসংখ্যক লোক স্বপ্ন দেখায়, তাদেরকে বলা হয় স্বপ্নদ্রষ্টা। তুমি তাদের একজন, শাকিব খান।’ শাকিব খান ও মিশা সওদাগরের স্থিরচিত্রটি তুলেছেন রূপসজ্জাশিল্পী সবুজ খান।
চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা যেমন হয়, সমালোচনাও কম হয় না। কোনো কিছুর তোয়াক্কা না করে নিজের মর্জিতে চলেন। সম্প্রতি কলকাতার একটি চলচ্চিত্রেও শুটিং শুরু করেছেন। এখন তাই ঢাকা-কলকাতা যাওয়া-আসার মধ্যে থাকতে হচ্ছে। এই চিত্রনায়িকা ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন এই কয়েকটি লাইন, ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি/ তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই …।’
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘কাজলরেখা’ চলচ্চিত্রের ছোটবেলার কাজলরেখা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন সাদিয়া আয়মান। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনয়শিল্পী প্রথমবারের মতো নেপালে থামেলে বেড়াতে গেলেন। সেই অভিজ্ঞতা বর্ণনা করে ফেসবুকে লিখেছেন, ‘থামেলে প্রথম দিন। নেপালে প্রথম দিনের দুপুরের খাবার ভীষণ ভালো লাগল।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একাধিক স্থিরচিত্র।