ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক বিদ্রূপধর্মী নতুন প্রকল্প ‘৮২০’–এর ট্রেলার মুক্তি পেয়েছে। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুকে ট্রেলারটি শেয়ার করেন নির্মাতা। ট্রেলারে অন্য অভিনয়শিল্পীদের পাশাপাশি দেখা গেছে জাকিয়া বারী মমকে। প্রকল্পটি প্রেক্ষাগৃহ, টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে। তবে কবে কোথায়, সেটা এখনো জানা যায়নি। অভিনয়শিল্পী মম আজ তাঁর ফেসবুকে স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘দিন যায়...কথা থাকে...’।
‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত শারমীন জোহা শশী। টেলিভিশন নাটকে দীর্ঘ সময় ধরে অভিনয় করছেন তিনি। আজ শশীর জন্মদিন। অভিনয়শিল্পী বন্ধু সুষমা সরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন শশী। তোমার সাথে দেখা হোক না হোক আমাদের দারুণ একটা বন্ধুত্ব আছে। এটা থাকুক অটুট। জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, অনেক ভালো ভালো কাজ করো। ভালো থেকো, ভালোবাসা অবিরাম।’
বিজ্ঞাপন
বিনোদন অঙ্গনে এ মুহূর্তে আলোচনায় রয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ আলোচনায় থাকার অন্যতম কারণ, হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা। সেই আসরে নামী তারকাদের সঙ্গে উৎসবের লালগালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। উৎসবে হলিউড তারকা উইল স্মিথের সঙ্গে সেলফিতে দেখা দেখা মেহজাবীন ও মাকসুদ হোসাইনকে।
বিজ্ঞাপন
চিত্রনায়ক সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে এখন শীতের তীব্রতা অনেক। কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে সাইমন লিখেছেন, ‘সমস্যা হলো ঠান্ডা তো ঠাট্টার বিষয় না।’