তামিম ইকবাল
তামিম ইকবাল

হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে...তামিমকে নিয়ে তারকারা

ম্যাচ খেলতে বিকেএসপিতে অবস্থান করছিলেন তামিম ইকবাল। ম্যাচ চলাকালে সেখানেই হার্ট অ্যাটাক করেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। এরপর থেকে তিনি সিসিইউতে আছেন। গতকাল সোমবার সকাল থেকে তামিম ইকবালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিনোদন অঙ্গনের তারকারাও। একনজরে দেখে নিতে পারেন তারকাদের কে কী লিখেছেন
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’
ছবি: প্রথম আলো
চিত্রনায়ক আরিফিন শুভ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশা আল্লাহ। সেই অপেক্ষায় ...।’
তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তামিম।’
চিত্রনায়িকা পরীমনি তামিম ইকবালকে নিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপ ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘এত সুন্দর হৃদয়ের কি মৃত্যু হয় নাকি!’
তামিম ইকবালকে নিয়ে চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’