তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
থাইল্যান্ডে বেড়াতে গেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। এ ছবি শেয়ার করে মিম লিখেছেন, ‘সুখী হও, উজ্জ্বল হও তুমি।’
আরেক লাক্স তারকা শানারেই দেবী শানু শুক্রবার গিয়েছিলেন অমর একুশে বইমেলায়। এ ছবি শেয়ার করে শানু লিখেছেন, ‘আমার এবারের বইমেলার চতুর্দশপদী কাব্যগ্রন্থ, “অলৌকিক শব্দের ঘ্রাণ” প্রিয় লেখক আনিসুল হকের কাছে মেলার মাঠে পৌঁছে দিলাম।’
বিজ্ঞাপন
লাক্স তারকা জ্যোতিকা জ্যোতি বর্তমানে শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করছেন। প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করতে জ্যোতি গিয়েছিলেন কলকাতা বইমেলায়। সেখান থেকে এ ছবি শেয়ার করেছেন তিনি।