আমি আমার প্রিয়...

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনয়শিল্পী মন্দিরা চক্রবর্তী। ঘুরে বেড়াচ্ছেন, আবার বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। প্রায়ই তিনি ফেসবুকে নানা মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেন। চলুন দেখে নেওয়া যাক, মন্দিরার সাম্প্রতিক তোলা কয়েকটি স্থিরচিত্র
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে-তে অংশ নেওয়ার পর বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ছবিটি তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর অনেকে তাঁকে ‘কাজলরেখা’ নামেও ডাকে বলে জানান। কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি আমার প্রিয়।’
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়ে-তে অংশ নেওয়ার পর বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ ছবিটি তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর অনেকে তাঁকে ‘কাজলরেখা’ নামেও ডাকে বলে জানান। কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি আমার প্রিয়।’
এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে মন্দিরা লিখেছেন, ‘কাজলরেখা’ সিনেমার জন্য সেরা নায়িকার পুরস্কার পেলাম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাঁচ তারকা হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘কাজলরেখা’ মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম চলচ্চিত্র। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ছবি সম্প্রতি রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে বসবে উৎসবের মূল আসর। উৎসবে অংশ নিতে যাওয়ার কথা রয়েছে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের।
‘কাজলরেখা’ চলচ্চিত্রে অভিনয় করার সময় পরিচালক ও সহশিল্পীদের কাছ থেকে ভীষণ রকমের সহযোগিতা পেয়েছেন। এ কারণে নিজেকে খুব ভাগ্যবতী মনে করেন তিনি। সবার এই আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা তিনি সব সময় মনে রাখবেন বলেও জানান।
‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’ সিনেমা। ৪০০ বছর আগের একটি প্রেমের গল্প, যে গল্প কাজলরেখাকে ঘিরে। গল্পে কাজলরেখা হয়েছেন মন্দিরা চক্রবর্তী। ৪০০ বছর আগের গল্পে কাজলরেখা হয়ে ওঠা কঠিন ছিল বলে জানান মন্দিরা। তিনি বলেন, ‘সবকিছুর জন্য কৃতজ্ঞ পরিচালকের কাছে, তাঁর সহযোগিতা না পেলে আমি কখনোই কাজলরেখা হয়ে উঠতে পারতাম না। এই কাজ দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ নিউইয়র্কে তোলা ছবিতে ভারতের পায়েল সরকার (ডানে) ও মন্দিরা চক্রবর্তী