বাংলা চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে আগামী ১০ নভেম্বর কলকাতায় শুরু হচ্ছে ‘২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। সেদিন বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে এই উৎসব উদ্বোধন করবেন বলিউডের বরেণ্য তারকা অমিতাভ বচ্চন। সঙ্গে থাকবেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, সঞ্জয় দত্ত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ওয়াহিদা রহমান, মহেশ ভাট, নন্দিতা দাশ প্রমুখ। এই নিয়ে অমিতাভ বচ্চন পরপর পাঁচ বছর কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করছেন।
এবার এই উৎসবে বিদেশি পরিচালকদের মধ্যে যোগ দিচ্ছেন মাজিদ মাজিদি, ফিলিপ নয়েস, জিল বিলকক, সাইমন বেকারের মতো প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতারা। এ ছাড়া আরও থাকবেন টালিউডের বরেণ্য তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিকসহ একঝাঁক তারকা।
এবার এই উৎসবের উদ্বোধনী ছবি মহানায়ক উত্তম কুমার ও তনুজা অভিনীত ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। বাংলা চলচ্চিত্রের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে উৎসব উদ্বোধনের জন্য এই ছবিটি বাছাই করা হয়। পাশাপাশি উৎসবে দেখানো হবে ১৪টি কালজয়ী বাংলা ছবি।
গতকাল শনিবার বিকেলে কলকাতার শিশির মঞ্চ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান টালিউড তারকা প্রসেনজিৎ, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মহুয়া ব্যানার্জি, পরিচালক গৌতম ঘোষ, চলচ্চিত্র উৎসব কমিটির মহাপরিচালক বিবেক কুমার প্রমুখ। তাঁরা এবারের চলচ্চিত্র উৎসবের লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করেন। উৎসবের এবারের স্লোগান ‘আনন্দের শহরে বিশ্ব সিনেমার উৎসব’।
আট দিনের এই উৎসবের ট্যাগ লাইন ‘কার্নিভ্যাল অব ওয়ার্ল্ড’। এই উৎসবের জন্য এক হাজার ৫০০টি ছবির আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে ৭০টি দেশের ১৭১টি পূর্ণদৈর্ঘ্য ছবি আর ১৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি উৎসবের জন্য বাছাই করা হয়। এসব ছবি দেখানো হবে কলকাতার ১৬টি প্রেক্ষাগৃহে। এবার উৎসবে ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ করবেন নন্দিতা দাশ। উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবারের উৎসব অবশ্য কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দমদমে বিস্তৃত করা হয়েছে।
এবার এই চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া। বিশেষ ফোকাস কান্ট্রি তিউনিসিয়া। এ বছর অস্ট্রেলিয়া সিনেমারও শতবর্ষ। থাকছে অস্ট্রেলিয়ার একগুচ্ছ ছবি। আর বিশেষ ফোকাস বিভাগে থাকছে তিউনিসিয়ার ছয়টি ছবি। উৎসব কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক প্রসেনজিৎ বলেছেন, ‘বাংলা ছবিকে বিশ্ব আঙিনায় পৌঁছে দেওয়ার জন্য এ বছর উৎসবের মূল লক্ষ্য করা হয়েছে। এই উৎসবকে ঘিরে জলসাঘর বিভাগে থাকছে ১০০টি কালজয়ী বাংলা গানের প্রদর্শনী।
উদ্ধার করা পুরোনো ও বিখ্যাত চলচ্চিত্রের প্রদর্শনী ১১ নভেম্বর উদ্বোধন করবেন জয়া বচ্চন। চলচ্চিত্রের জনক হীরালাল সেনের স্মরণে আগামী ১৩ নভেম্বর মধুসূদন মঞ্চে প্রদর্শিত হবে নাটক ‘হীরালাল বায়োস্কোপ’।
এবার উৎসবে সেরা বিদেশি ছবির পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫১ লাখ রুপি আর শ্রেষ্ঠ পরিচালককে ২১ লাখ রুপি। সঙ্গে থাকবে রয়েল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি। সেরা ভারতীয় ছবিকে দেওয়া হবে ‘হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। শ্রেষ্ঠ নির্দেশককে দেওয়া হবে সাত লাখ রুপি আর শ্রেষ্ঠ ছবিকে দেওয়া হবে পাঁচ লাখ রুপি, সঙ্গে হীরালাল মেমোরিয়াল অ্যাওয়ার্ড। এ ছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য ছবিকে পাঁচ লাখ রুপি এবং শ্রেষ্ঠ তথ্যচিত্রকে দেওয়া হবে তিন লাখ রুপির নগদ পুরস্কার এবং স্মারক। থাকছে এশিয়ার শ্রেষ্ঠ ছবির জন্য নেটপ্যাক পুরস্কার, স্মারক ও অর্থ।
এবার এই উৎসবে পালিত হচ্ছে ‘বাংলা সিনেমার শতবর্ষ’। তাই বাংলা সিনেমার জনক হিসাবে পরিচিত হীরালাল সেনের চলচ্চিত্রে অবদান ও তাঁর জীবনভিত্তিক ছবিটিও প্রদর্শিত হবে উৎসবে।