'কণ্ঠ' ছবিতে জয়ার অভিনয়ে মুগ্ধ পরিচালক

‘কণ্ঠ’ ছবির দুই পরিচালক আর প্রযোজকের সঙ্গে জয়া আহসান। ছবি: ভাস্কর মুখার্জি
‘কণ্ঠ’ ছবির দুই পরিচালক আর প্রযোজকের সঙ্গে জয়া আহসান। ছবি: ভাস্কর মুখার্জি

একজন বাচিক শিল্পীর দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে ‘কণ্ঠ’ ছবিটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দনের এক নম্বর প্রেক্ষাগৃহে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবিটি দেখার জন্য নন্দনে ছিল উপচে পড়া ভিড়। প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ।

প্রদর্শনী শুরুর আগে ছবির অন্যতম পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ‘কণ্ঠ’ ছবি তৈরির প্রেক্ষাপট জানান। ছবিটিতে তিনি ক্যানসারে আক্রান্ত বাচিক শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছবির কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ছবিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। তাঁকে এক নজর দেখার জন্য দর্শকদের মধ্যে ছিল আগ্রহ। জয়া আহসান প্রেক্ষাগৃহে ঢুকে সবার অভিবাদন গ্রহণ করেন।

‘কণ্ঠ’ ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে তাঁদের এই ছবি। এক পরিচিত মুখের এভাবে কণ্ঠ হারানোর ঘটনা তাঁকে এই ছবি তৈরি করতে অনুপ্রেরণা জুগিয়েছে। ‘কণ্ঠ’ গতকাল মুক্তি পেয়েছে ভারতজুড়ে। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে ছবিটি সাড়া ফেলবে, এমনটাই আশা পরিচালকদের।

একজন বাচিক শিল্পীর (রেডিও জকি) ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারিয়ে কণ্ঠ ফিরে পাওয়ার এক লড়াইয়ের গল্প। বেঁচে থাকার জন্য জীবনসংগ্রামের এক টুকরো ছবি। বাচিক শিল্পী অর্জুন মল্লিকের ভূমিকায় অভিনয় করেছেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদের স্ত্রী পৃথা মল্লিকের ভূমিকায় অভিনয় করেছেন পাওলি দাম আর স্পিচ থেরাপিস্টের ভূমিকায় জয়া আহসান। তিনিই ক্যানসারে আক্রান্ত বাচিক শিল্পী বা রেডিও জকি অর্জুন মল্লিককে বেঁচে থাকার পথ দেখিয়েছেন। ছবিতে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

২ ঘণ্টা ২৪ মিনিটের এই বাংলা ছবি দর্শক দেখেছেন মন দিয়ে। তালি দিয়ে উৎসাহিত করেছেন। ছবির গান ‘আমার হাঁটুজলে স্মৃতিরা ভেসে চলে, জীবন কথা বলে, সবাই চুপ’ মুগ্ধ করেছে দর্শকদের। ছবিটি দেখতে টালিউডের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন নন্দনে সেদিন।

পাওলি দাম প্রথম আলোকে বলেছেন, ‘“কণ্ঠ” ছবিতে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত খুশি। সত্যিই “কণ্ঠ” একটি চ্যালেঞ্জিং ছবি। আশা করছি, কলকাতার দর্শকদের ছবিটি ভালো লাগবে।’

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন, ‘ছবিটি করার আগে আমি দশবার ভেবেছি। এই ছবির স্পিচ থেরাপিস্টের ভূমিকায় জয়া আহসান ছাড়া দ্বিতীয় তারকা নেই। তাই আমি জয়াকে নিয়েই ছবিটি করার সিদ্ধান্ত নিই। একটি চ্যালেঞ্জিং ছবি। অপূর্ব অভিনয় করেছেন জয়া আহসান। একজন রেডিও জকি বা বাচিক শিল্পী ক্যানসারে কণ্ঠ হারিয়ে, সেই কণ্ঠ উদ্ধারের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের নানা ছবি তুলে আনা হয়েছে ছবিতে। আর এই লড়াইয়ে ক্যানসার রোগীর কণ্ঠ ফিরিয়ে দিতে বন্ধু হিসেবে কাজ করেছেন জয়া আহসান। ছবিতে ভালো অভিনয় করেছেন পাওলি দামসহ সব শিল্পী। আর জয়ার কোনো তুলনা নেই। এই ছবির ওই চরিত্রের জন্য জয়া শতভাগ উপযুক্ত ছিল।’

নন্দিতা রায় বলেছেন, ‘এই ছবির সেরা পুরস্কার হলো বাংলাদেশ থেকে পাওয়া জয়া আহসান। দারুণ অভিনয় করেছেন। অনবদ্য অভিনয়। সাবলীল অভিনয়।’

কলকাতার নন্দনে ‘কণ্ঠ’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে জয়া আহসান ও পাওলি দাম। ছবি: ভাস্কর মুখার্জি

আর জয়া আহসান একগাল হেসে প্রথম আলোকে বললেন, ‘অনেক খুশি হয়েছি। দারুণ লেগেছে এই ছবিতে অভিনয় করতে পেরে। প্রাণখুলে অভিনয় করেছি। দারুণ লেগেছিল আমার চরিত্রটি। আর আমিও চরিত্রটি রূপায়ণের জন্য অনেক পড়াশোনা করেছি। দৌড়িয়েছি স্পিচ থেরাপি সেন্টারে। তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি। কাজ করেছি তাদের সঙ্গে। তাদের পরামর্শ নিয়ে নিজেকে প্রস্তুত করেছি। এবার বিচার করবেন কলকাতার দর্শক। আমি মনে করি, ছবিটি দর্শকদের ভালো লাগবে। ছবিটি দেখে তাঁরা উৎসাহিত হবেন। অনুপ্রাণিত হবেন। অনেক অজানা কথা জানতে পারবেন। কীভাবে মানুষ নিজের জীবন ও কণ্ঠ ফেরানোর জন্য নিরলস লড়াই করতে পারে, তা-ই মূর্ত হয়ে উঠেছে ছবিতে। “কণ্ঠ” ভালো লাগলে বুঝব আমার অভিনয় সার্থক হয়েছে। ছবিটি মানুষকে উৎসাহিত করবে। বেঁচে থাকার লড়াইয়ে পথ দেখাবে, অনুপ্রেরণা জোগাবে।’

জয়া আহসান আরও বলেন, ‘কলকাতা আমার প্রিয় শহর। আমি নিয়মিত আসি। ছবি করি। সবাই আমাকে ভালোবাসে। এই ভালোবাসা নিয়ে আমি গর্ব করি।’

ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ বললেন, ‘“কণ্ঠ” একটি ভালো ছবি। সবার ভালো লাগার মতো ছবি। সবার ভালো লাগবে।’

ছবিটি প্রযোজনা করেছে উইনডোজ।