মিথিলা ও নাবিলা দুজনই অভিনয় ও উপস্থাপনা করেন। গান করেন শুধু মিথিলা। তবে দুজনকে একসঙ্গে দেখা যায়নি কোনো নাটক বা চলচ্চিত্রে। এবার এক হচ্ছেন এই তারকাদ্বয়। অভিনয় করছেন ‘ব্লাড রোজ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটি নির্মাণ করছেন তরুণ পরিচালক রেদওয়ান রনি।
গতকাল শনিবার ঢাকার উত্তরার বিভিন্ন জায়গায় হলো চলচ্চিত্রটির শুটিং। এই দুই তারকাকে একসঙ্গে অভিনয় করানোর কারণটা বললেন পরিচালক। ‘দুজনই আমাদের দেশের দারুণ জনপ্রিয় অভিনেত্রী। আমার গল্পের চরিত্র দুটি তাঁদের সঙ্গে একদম মানানসই। এ কারণে দুজনকে নিয়ে কাজটি করছি।’
পরিচালক জানালেন, পুরোদস্তুর একটি থ্রিলার গল্প। একধরনের সাসপেন্স আছে গল্পে, যা দর্শককে আটকে রাখবে।
পরিচালকের সঙ্গে গলা মেলালেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাও। বললেন, ‘আমার কাছে অভিনয়ের প্রস্তাব আসা বেশির ভাগ গল্প নিয়ে আমার স্বামী রিমের সঙ্গে আলোচনা করি। কিন্তু এটা নিয়ে করিনি। তার একটাই কারণ, আমি চাইছি এই গল্প একবারে ও-সহ সবাই সরাসরি পর্দায় দেখুক। কারণ, পুরো গল্প একসঙ্গে দেখলে দর্শক মজা পাবে। এক বসায় তাকে শেষ করতে হবে।’
মিথিলার সঙ্গে কাজ প্রসঙ্গে নাবিলা বললেন, ‘আমার সঙ্গে মিথিলার খুব ভালো সম্পর্ক। কিন্তু কখনোই নাটক বা টেলিছবিতে পর্দা ভাগাভাগি করা হয়নি। সবশেষ তাঁর উপস্থাপনায় বাংলা ভিশনের ‘‘আমার আমি’’ নামে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম।’
মিথিলা বললেন, ‘নাবিলার আয়নাবাজি চলচ্চিত্রটি দেখেছি। ভালো অভিনয় করেছে। তাই এবার পরিচালক যখন আমাদের একসঙ্গে অভিনয়ের কথা বললেন, তখন আর “না” করিনি। আর গল্পটিও দারুণ।’
এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে আরও অভিনয় করছেন ইরেশ যাকের ও মনোজ প্রামাণিক। জনপ্রিয় একঝাঁক অভিনয়শিল্পী নিয়ে একসঙ্গে কাজটি করা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকের চরিত্রে সবাই আলাদাভাবে এগিয়ে যাবে। কিন্তু শেষ দিকে একটা বিশেষ ঘটনার মাধ্যমে তারা মিলিত হবে। এটা এখনই বলতে চাই না।’
‘ব্লাড রোজ’-এর গল্প লিখছেন তাসনিমুল তাজ, চিত্রনাট্য ও পরিচালনা রেদওয়ান রনির। বেঙ্গল ক্ল্যাসিক চায়ের পৃষ্ঠপোষকতায় আইফ্লিক্সে দেখা যাবে শিগগিরই।