শুরু হলো বছরের নতুন আরেকটি মাস। নতুন স্বপ্নে আবার জেগে উঠবে বিনোদন অঙ্গন—এমন প্রত্যাশা এ অঙ্গনের প্রায় সবার।
বাড়বে ছবি মুক্তির সংখ্যা
বছরের প্রথম মাসের পাঁচ শুক্রবারে ছবি মুক্তি পেয়েছে মাত্র একটি। নতুন বছরের দ্বিতীয় মাসে ছবি মুক্তির সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ফেব্রুয়ারি মাসের প্রথম তিন শুক্রবারে তিনটি নতুন ছবি মুক্তি পাবে—রংবাজী, নারীর শক্তি ও পাগলের মতো ভালোবাসি। নতুন ও স্থগিত থাকা বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু হবে।
আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে অঞ্জন আইচের কানামাছি ছবির শুটিং। জানা গেছে, এই মাসে নতুন ছবির শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন শাকিব খান। এই ছবির পরিচালক ও সহশিল্পী কারা থাকছেন, তা এখনো জানা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র বঙ্গবন্ধুতে অভিনয়ের জন্য আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চলরা থাকবেন ভারতের মুম্বাইয়ে। ছবির শুটিংয়ে কলকাতা থাকবেন জয়া আহসান।
ভালোবাসা দিবসের নাটক
নতুন স্বাভাবিকে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের ব্যস্ততা বাড়ছে ক্রমেই। নতুন সব কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তাঁরা।
অনেকের মতে, করোনায় ভালোবাসা দিবসে অনেক নতুন নাটক ও টেলিছবি প্রচারিত হবে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম, টেলিভিশন ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন উপলক্ষে কয়েকটি নতুন নাটক প্রচারিত হবে।
এসব নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী, মম, তাহসান খান, সজল, সারিকা, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিনদের মতো অভিনয়শিল্পীদের দেখা যাবে। কলকাতার ছবি ডিকশনারি মুক্তি উপলক্ষে মোশাররফ করিম থাকতে পারেন ভারতে।
এ মাসে বাড়বে গান
বছরের শুরুতে নতুন গান খুব একটা প্রকাশিত হয়নি। নাটকের গান ছাড়া হাতে গোনা দু–একজন শিল্পীর নতুন গান প্রকাশিত হয়েছে। ফেব্রুয়ারি মাসে নতুন গান প্রকাশের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
একই সঙ্গে শিল্পীরাও নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছেন। তাঁদের মধ্যে আসিফ আকবর, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, ফাহমিদা নবী, নোবেলের নতুন গান আসবে। কেউ কেউ আবার মিউজিক ভিডিও প্রকাশের কথা ভাবছেন।
স্টেজ শো বাড়ার সম্ভাবনা
ছোট পরিসরে স্টেজ শো এরই মধ্যে শুরু হয়েছে। ঢাকার পাশাপাশি সারা দেশে স্টেজ শোকেন্দ্রিক শিল্পীদের ছোটাছুটি থাকবে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সংগঠন, ব্যাংক, সরকারি ও বেসকারি প্রতিষ্ঠান নানা পরিসরে অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। তবে বড় পরিসরে যেসব স্টেজ শো স্বাভাবিক পরিস্থিতিতে হতো, তা আয়োজনের মতো পরিস্থিতি এ সময়ে নেই।
এ ধরনের কনসার্ট আয়োজনে আরও সময় লাগবে বলে অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে।
ডিরেক্টরস গিল্ডের নির্বাচন
টেলিভিশন নাটকের পরিচালকেরা এ মাসে নতুন নেতৃত্ব খুঁজবেন। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। দুই বছরের নেতৃত্ব বাছাইয়ের এ নির্বাচনে কারা লড়বেন, সে ব্যাপারে এখনো চূড়ান্তভাবে কিছুই জানা যায়নি। সর্বশেষ কমিটিতে যাঁরা ছিলেন, তাঁদের কেউ কেউ থাকতে পারেন, পাশাপাশি নতুন কিছু মুখও দেখা যেতে পারে।
মঞ্চে আসবে নতুন নাটক
বাংলাদেশ শিল্পকলা একাডেমি বেশ সরগরম থাকবে এ মাসে। বেশ কয়েকটি নতুন নাটক আসছে। একাডেমির ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসের হল বরাদ্দের তালিকায় দেখা গেছে, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নিয়ে আসছে নতুন নাটক ইউরিডাইস, দৃষ্টিপাত নাট্যদল আনছে সে এক স্বপ্নের রাত।
প্রয়াত নাট্যকার মান্নান হীরাকে নিয়ে থাকছে স্মরণ অনুষ্ঠান। এ ছাড়া বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আসছে অনুস্বরের নতুন নাটক তিনকড়ি।