স্টেনগান হাতে জার্নাল

তরুণ মুক্তিযোদ্ধার চরিত্রে সাইফুল জার্নাল। ছবি: সংগৃহীত
তরুণ মুক্তিযোদ্ধার চরিত্রে সাইফুল জার্নাল। ছবি: সংগৃহীত

যুদ্ধ শেষ। স্টেনগানটি আর বাড়িতে রাখা যায় না। কিন্তু জাতির জনক বন্দীদশা থেকে ফিরে না এলে কার কাছে জমা দেওয়া হবে এই অস্ত্র? কীভাবে সাজানো হবে যুদ্ধবিধ্বস্ত দেশ? অপেক্ষায় আছেন গ্রামের সবাই। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দেশে ফেরা ও বাঙালি জাতির অপেক্ষার গল্প নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’। হারুণ রশিদের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন ফজলে আজিম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করছে বাংলাদেশ টেলিভিশন।
মুক্তিযুদ্ধের গল্প নিয়ে এ চলচ্চিত্রের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অভিনেতা ও সংগীতশিল্পী সাইফুল জার্নাল। শুটিংয়ের ছবি পোস্ট করে সাইফুল জার্নাল ফেসবুকে লিখেছেন, ‘এমন সুযোগ আসে কদাচিৎ’। এমন এক গল্পের চলচ্চিত্রে কাজ করতে পেরে আনন্দিত এই শিল্পী। তিনি লিখেছেন, ‘মানহীন চলচ্চিত্রের সময়ে কলাকুশলীদের নিরন্তর চেষ্টায় একটি পরিচ্ছন্ন চলচ্চিত্র তৈরি হবে আশা করি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্র নির্মাতা ফজলে আজিম জুয়েল নিজের উৎসাহটা ধরে রাখবেন—এই কামনা করি। সিনেমার জয় হোক।’

স্টেনগান হাতে নিয়ে কেমন লেগেছিল? জানতে চাইলে জার্নাল বলেন, ‘ও রকম সিচুয়েশনে অনুভূতি অন্য রকম হয়ে যায়। এ রকম কাজ সাধারণত হয় না, হলে ভালোও হয় না। আমার মনে হয় এই কাজটা সবার ভালো লাগবে।’

নোয়াখালী ও ঢাকার কয়েকটি জায়গায় আজ ও কাল এ স্বল্পদৈর্ঘ্যের শুটিং চলবে। শিগগির দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনে। ৫০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, সিফাত, জয় রাজ, শ্যামল, তোফা খান, আশীষ সরকার, প্রত্যয় ও সুবর্ণচরের গ্রামবাসী।

‘আমার বাবার নাম’ স্বল্পদৈর্ঘ্যে সিফাত ও জার্নাল। ছবি: সংগৃহীত

গানের দল জলের গান থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন জার্নাল। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘হঠাৎ করেই একটা ধারাবাহিকে কাজ শুরু করেছিলাম। পাশাপাশি আছে মঞ্চের কাজ। সব মিলিয়ে ব্যস্ততা ছিল অতিরিক্ত। শিগগির হয়তো দলে ফিরতে পারব।’

আগামীকাল নিজেদের নাটকের দল প্রাচ্যনাটের সঙ্গে দিল্লি যাচ্ছেন তিনি। ‘ট্র্যাজেডি পলাশ বাড়ী’ নাটকের দুটি প্রদর্শনী হবে ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) ও দেরাদুনে দুটি প্রদর্শনী হবে এ নাটকের। প্রদর্শনী শেষে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবে দলটি। নাটকের জন্য ব্যবহার করা জিনিসপত্র নিয়ে এত দূর যাওয়া প্রসঙ্গে তিনি জানান, কিছুটা পথ রেলগাড়িতে যেতে হবে।

অভিনয়শিল্পীদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচারক। ছবি: সংগৃহীত

মঞ্চের পাশাপাশি টিভিতেও কাজ করছেন জার্নাল। গোলাম সোহরাবপরিচালিত দীপ্ত টিভির প্রতিদিনের ধারাবাহিক ‘ভালোবাসার আলো-আঁধার’ নাটকে অভিনয় করেছেন জার্নাল।