স্টার সিনেপ্লেক্স এখন ধানমন্ডিতে

সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার মাহবুবর রহমান রুহেল, চিত্রনায়িকা জয়া আহসান ও চিত্রনায়ক শাকিব খান
সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার মাহবুবর রহমান রুহেল, চিত্রনায়িকা জয়া আহসান ও চিত্রনায়ক শাকিব খান

রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে চালু হলো নতুন মাল্টিপ্লেক্স। গতকাল শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখা। নতুন এই মাল্টিপ্লেক্স সাধারণ দর্শকদের জন্য আজ রোববার সকাল থেকে উন্মুক্ত করা হয়েছে। প্রথম সপ্তাহে এই মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘দেবী’, হলিউডের ছবি ‘আকুয়াম্যান’, ‘রেপ্লিকাস’ ও হলিউডের অ্যানিমেশন ছবি ‘স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’।

সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত এই মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি প্রদর্শনী কেন্দ্র। প্রতিটিতে আসনসংখ্যা প্রায় ২৬০। তিনটি হলের মধ্যে দুটি সিলভার স্ক্রিনের, আরেকটি সিলভার স্ক্রিনসহ অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেমসমৃদ্ধ। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, এখন সপ্তাহে সাত দিনই নতুন এই মাল্টিপ্লেক্স খোলা থাকবে।

নতুন এই মাল্টিপ্লেক্স উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবর রহমান রুহেল, চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ প্রমুখ। স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে এখানে ছিল তারকাদের মিলনমেলা। এসেছিলেন শাকিব খান, জয়া আহসান, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, এনামুল করিম নির্ঝর, আবু সায়ীদ, আবু শাহেদ ইমন, সাইমন, ভাবনা, অনিমেষ আইচ, রোশান, জেফার, সালমান মুক্তাদিরসহ ছোট ও বড় পর্দার অনেকেই।

স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘গত ১০ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। শুধু শহর নয়, গ্রামের মানুষের জীবনেও আমূল পরিবর্তন হয়েছে। জীবনযাপন, বিয়ের অনুষ্ঠানেও পরিবর্তন এসেছে। শুধু সিনেমা হলগুলোর পরিবর্তন আসেনি। স্টার সিনেপ্লেক্স আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণে এগিয়ে এসেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবর রহমান রুহেল বলেন, ‘ধানমন্ডির পর উত্তরায় বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। এ ছাড়া মিরপুর, মহাখালীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরে মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ চলছে। পাশাপাশি স্টার সিনেপ্লেক্স নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন শাকিব খান

সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে এসেছিলেন শাকিব খান। তিনি বলেন, ‘দর্শক এখন হলে গিয়ে ছবি দেখতে চায়। কিন্তু উন্নত সিনেমা হল আর সুন্দর পরিবেশের অভাবে হলে যেতে চায় না। ধানমন্ডির মতো অভিজাত এলাকায় সিনেপ্লেক্স হওয়ায় খুব ভালো হয়েছে। এর মাধ্যমে ধানমন্ডির মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। পাশাপাশি আমরা যারা সিনেমার মানুষ, তাদের জন্যও এটা অনেক আনন্দের।’

শাকিব আরও বলেন, ‘মাল্টিপ্লেক্সে প্রদর্শনের জন্য এখন ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। আমার প্রযোজনায় এসকে ফিল্মস থেকে প্রতিটি উৎসবকে টার্গেট করে ভালো ভালো ছবি নির্মিত হবে। আশা করছি, এই ছবিগুলো সিনেপ্লেক্সের দর্শক গ্রহণ করবেন।’