‘দেবী’ ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সেখানে বেশির ভাগ সময় শার্ট পরতে দেখা যাবে মিসির আলীকে। তবে ছবির প্রচারণার জন্য ‘দেবী’র পাঞ্জাবি পরে র্যাম্পে হেঁটেছেন এই অভিনেতা। সঙ্গে ছিলেন ‘দেবী’র শাড়ি পরা ছবির দুই অভিনেত্রী জয়া আহসান ও শবনম ফারিয়া।
গত শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে ছিল ‘দেবী মঞ্চ’র ফ্যাশন শো। ‘দেবী’ ছবির প্রচারণার জন্য এ ফ্যাশন শোর আয়োজন করে ছবির ওয়ার্ডরোব পার্টনার বিশ্বরঙ। চলচ্চিত্রটির নামলিপি, পোস্টারের নকশা, চরিত্রগুলোর নাম ও সংলাপের নানা অংশ ব্যবহার করে তৈরি হয়েছে কিছু শাড়ি ও পাঞ্জাবি। সেগুলোর মধ্য থেকে একটি সাদা-কালো পাঞ্জাবি পরে র্যাম্পে হেঁটেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। মঞ্চে ওঠার আগে প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছবির প্রচারণায় এখন নতুন নতুন সব আইডিয়ার ব্যবহার শুরু হয়েছে। বাংলাদেশে এবার হলো ফ্যাশন শো। এতে ছবিটির ব্যাপারে দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি হবে।’
নিজে কী ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? চঞ্চল জানালেন, পোশাকের ব্যাপারে তাঁর বিশেষ কোনো পছন্দ নেই। তবে পাঞ্জাবি পরতে ভালোবাসেন। জিনস আর স্যান্ডেলের সঙ্গে পাঞ্জাবি পরতে ভালো লাগে তাঁর। তবে শার্টও পছন্দের। আসছে পূজায় ‘দেবী’র জন্য তৈরি শাড়ি ও পাঞ্জাবিগুলো উৎসবের অনুষঙ্গে পরিণত হতে পারে বলে মনে করেন পোশাকগুলোর নকশাকার বিপ্লব সাহা। তিনি বলেন, ‘টিনএজ থেকে শুরু করে সব বয়সীর জন্য এই দেবী সিরিজের পোশাক তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, শার্ট, টি-শার্ট, কুর্তি, ফিউশন ব্লাউজ, স্কার্ট। দেবী সিরিজের জন্য ৬৫টি শাড়ি তৈরি করেছি।’
‘দেবী’ মুক্তির আগে আপাতত নতুন কোনো চলচ্চিত্রের কাজ শুরু করছেন না চঞ্চল চৌধুরী। তবে টেলিভিশনে টুকটাক কাজ করছেন তিনি। জনপ্রিয় এই অভিনেতাকে এর আগে দেখা গেছে ‘আয়নাবাজি’ ছবিতে।