স্মরণ

শ্রোতারা ভোলেননি শাহনাজের অভিমানের নীরব প্রতিবাদ

কবরী
কবরী

শাহনাজের গান শুনেছিলাম অনেক বছর আগে। তার গান শুনলেই বোঝা যেত, এটা শাহনাজেরই আওয়াজ। কদিন আগে আওয়ামী লীগের অর্থ সম্পাদক আশিকুর রহমান ও তাঁর স্ত্রীর বিয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এসেছিলেন এই ক্ষণজন্মা গায়িকা শাহনাজ। সবার অনুরোধে অনেক দিন পর সেখানে তিনি গান গাইলেন। সেই সুর, সেই মোহনীয় আওয়াজ, যে গান শুধুই শাহনাজ গাইতে পারে। সেখানে ছিলেন সুবীর নন্দী। তিনি আমাকে বললেন, ‘কবরীদি, দেখেছেন, এখনো কী সুর গলায়!’ আমি মাথা নেড়ে সায় দিলাম।

বেশ কিছুদিন আগে বিবিসির শ্রোতা জরিপে শাহনাজের চারটি গান সেরার তালিকায় ছিল। লক্ষ মানুষের হৃদয়ের আখরে সুরের গুনগুনানি শ্রোতারা ভোলেননি। ভোলেননি শাহনাজের অভিমানের নীরব প্রতিবাদ। কে কানপড়া দিল, চিল কেমন করে কান নিয়ে গেল—এই বিশেষণ একজন শাহনাজের মতো অমূল্য রত্ন সংগীতশিল্পীর বেলায় প্রযোজ্য নয়। কোটি মানুষের হৃদয় ভরে দিয়েছে এই শিল্পী। গানের সুরে হাসিয়েছে, কাঁদিয়েছে, মাতোয়ারা করেছে—আর কী চাই! তাই তো কবি নজরুল ইসলামের কথায় শাহনাজ বলে গেছেন, আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান।

অনেক শ্রদ্ধা ও প্রচণ্ড ভালোবাসার মোড়কে জড়িয়ে থাকা শাহনাজ, তোমার গুণমুগ্ধ আমি কবরী।